মিস ওয়ার্ল্ড হলেন ভারতের মানুষী ছিল্লর

মিস ওয়ার্ল্ড ২০১৭ নির্বাচিত হলেন ভারতীয় সুন্দরী মানুষী ছিল্লর।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 03:10 PM
Updated : 28 Nov 2017, 02:01 PM

শনিবার চীনের সানাইয়া শহরে অনুষ্ঠিত ‘মিস ওয়ার্ল্ড ২০১৭’ আসরে বিজয়ী ঘোষিত হলেন ভারতের সুন্দরী মানুষী ছিল্লর। ২০১৬ সালের মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী মিস পুয়ের্তো রিকো স্টেফানি দেল ভ্যালে  মানুষী মাথায় বিশ্ব সুন্দরীর মুকুট পরিয়ে দেন।

প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছেন যথাক্রমে মিস ইংল্যান্ড স্টেফানি হিল ও মিস মেক্সিকো আন্দ্রেয়া মেজা।

২০ বছর বয়সী  মানুসী ভারতের হরিয়ানা রাজ্যের অধিবাসী। বর্তমানে ভারতের ভগত ফুল সিং সরকারি মেডিকেল কলেজে পড়ছেন তিনি।

মিস ওয়ার্ল্ডের সেরা পাঁচে আসার পর  মানুষী সাংবাদিকদের বলেন, “মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেব এটা আমার ছোটবেলার স্বপ্ন। আমার পরিবার ও কাছের সবাই এ বিষয়ে আমাকে উৎসাহ যুগিয়েছে। আশা করি অনেক দূর যাব।”

সন্ধ্যায় ৬৭তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার চূড়ান্ত রায় ঘোষণা করেন বিচারকরা। বিচারক হিসেবে ছিলেন জুলিয়া মর্লে, মাইক ডিক্সন, এন্ড্রু মিনারিক, ডনি ডার্বি, আর্নল্ড ভার্জেরিয়া ও সাবেক মিস ওয়ার্ল্ড রোহিত কেন্দেওয়াল।

১৯৬৬ সালে প্রথম ভারতীয় হিসেবে মিস ওয়ার্ল্ড মুকুট জয় করেন রেইতা ফারিয়া। এরপর ঐশ্বরিয়া রাই বচ্চন, ডায়ানা হেইডেন, যুক্তামুখী, প্রিয়াঙ্কা চোপড়া জয় করেন এই খেতাব।

এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে অংশ নেওয়া জেসিয়া ইসলাম জায়গা করে নিয়েছিলেন শীর্ষ ৪০ জনের মধ্যে। অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে উপস্থিত ছিলেন জেসিয়া। রোববার ঢাকার উদ্দেশ্যে চীন ত্যাগ করবেন তিনি।