বিজয় দিবসের নাটক ‘স্মৃতির বাড়ি’

বিজয় দিবস উপলক্ষে নির্মিত হলো নাটক ‘স্মৃতির বাড়ি’।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 01:38 PM
Updated : 18 Nov 2017, 01:38 PM

মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত ফরিদুর রেজা সাগরের গল্প ‘স্মৃতির বাড়ি’ অবলম্বনে নাটক নির্মাণ করলেন অরুণ চৌধুরী। সম্প্রতি তারকাবহুল এ নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। গাজীপুরের একটি দুর্গম অঞ্চলে নাটকটির চিত্রধারণের কাজ হয়েছে।

মুক্তিযুদ্ধের নাটক বলে কষ্ট হওয়া স্বত্বেও দুর্গম অঞ্চলে শুটিংয়ে যেতে আপত্তি করেননি চার প্রবীণ অভিনেতা আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, আল মনসুর ও নরেশ ভূঁইয়া। তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নির্মাতা।

এ প্রসঙ্গে নির্মাতা অরুণ চৌধুরী বলেন, “নাটকের শুটিং হয়েছে গাজীপুরের দুর্গম এক এলাকায়। এ দুর্গম এলাকা ও ভাঙাচোরা রাস্তার অবস্থা দেখে সিনিয়র শিল্পীরা বললেন, ‘মুক্তিযুদ্ধের গল্প সেজন্য যাচ্ছি, নয়তো এমন দুর্গম এলাকায় আমাদের যাওয়া অসম্ভব হতো।’ আমরা অনেক কষ্টে টিম নিয়ে শুটিং স্পটে যাই। এ সময় সিনিয়র শিল্পীরা যদি বেঁকে বসতেন তবে বিপদে পড়তাম। তাদের সহযোগিতায় পুরো নাটকটি সম্পন্ন করতে পেরেছি। এ জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।”

ফরিদুরের সাগরের রচনায় ‘বাড়ি’ সিক্যুয়েলের এটি ১২তম নাটক। এক ঘণ্টার এ নাটকের গল্পে দেখা যাবে- চারজন অবসরপ্রাপ্ত ব্যক্তি প্রতিবেশী হিসেবে প্রতিজ্ঞাবদ্ধ তাঁদের বাড়ির সামনের খোলা মাঠ তাঁরা বিক্রি করবেন না। কিন্তু তাঁদের সন্তানরা জোট বাধেঁন ওখানে বহুতল বিশিষ্ট অ্যাপার্টমেন্ট বানাবেন। এমনই গল্প নিয়ে নির্মিত হয় নাটকটি।

নাটকে অভিনয় করেছেন আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, আল মনসুর, নরেশ ভূঁইয়া, ইরফান সাজ্জাদ, অর্ষা, একে আজাদ, তিনু করিম, ফরহাদ, মম আলী প্রমুখ।

চ্যানেল আইতে ১৬ ডিসেম্বর রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটকটি ।