‘ছায়া দুঃখ’ ঘুচল ফেরদৌস ওয়াহিদের

৪২ বছরের সংগীতজীবনে বয়ে বেড়ানো ‘ছায়া দুঃখ’ ঘুচছে গুণী সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদের। ১৭ নভেম্বর সিটি ব্যাংকের আয়োজনে ‘গানে গানে গুণীজন সংবর্ধনা’ অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হচ্ছে তাকে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2017, 02:11 PM
Updated : 15 Nov 2017, 02:11 PM

গতবছর সংগীতশিল্পী রুনা লায়লাকে এ অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়। এবছর ফেরদৌস ওয়াহিদের নাম ঘোষণা করে আয়োজক প্রতিষ্ঠান।

উল্লেখযোগ্য এ পুরস্কারপ্রাপ্তিতে দারুণ উচ্ছ্বসিত তিনি। গ্লিটজকে বললেন, “আমার মনে ‘ছায়া দুঃখ’ ছিল। ৪২ বছরের ক্যারিয়ারে সাধারণ মানুষের ভালোবাসা ছাড়া প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি ভাগ্যে জোটে নি। এই প্রথম এ ধরনের কোনো স্বীকৃতি পেলাম। ‘ছায়া বেদনাটা’ সত্যিই চলে গেল।”

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর পাঁচতারকা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে গুণী সুরকার আলাউদ্দিন আলীর হাত থেকে পুরস্কার নেবেন তিনি।

অনুষ্ঠানে পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করবেন তার পুত্র ও সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।

“আমার প্রিয় গান ‘আগে যদি জানতাম’ গানটি গাইবে হাবিব। আমিও সংগীত পরিবেশন করব অনুষ্ঠানে। গানের পাশাপাশি আমন্ত্রিত অতিথিরা আমাকে ঘিরে আলোচনাও করবে।” বললেন ফেরদৌস ওয়াহিদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত থাকবেন মাগুরা জেলা প্রশাসক আতিকুর রহমান।