
অনিশ্চয়তায় বেঙ্গল ক্লাসিক মিউজিক ফেস্ট
রুদ্র হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2017-10-19 17:27:13.0 BdST Updated: 2017-10-19 17:27:13.0 BdST
স্থান সংকটে পড়েছে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ‘বেঙ্গল ক্লাসিক মিউজিক ফেস্ট’। আর্মি স্টেডিয়াম বরাদ্দ না পাওয়ায় এ জটিলতা তৈরি হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোরডটকমকে নিশ্চিত করেছেন বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী।
প্রতিবছর নভেম্বরের শেষ সপ্তাহে আয়োজন করা হয় ‘বেঙ্গল ক্লাসিক মিউজিক ফেস্ট’। কিন্তু চলতি বছর এ উৎসব অনিশ্চয়তার মুখে পড়েছে। সেনাবাহিনীর আপত্তিতে আর্মি স্টেডিয়াম বরাদ্দ না পাওয়ায় ভেন্যু সংকটে পড়েছে এ আয়োজন।
এ প্রসঙ্গে বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ভেন্যু বরাদ্দ পাইনি। এখনও চেষ্টা করে যাচ্ছি। হয়তো এ বছর দেশে আয়োজন নাও হতে পারে। আগামী ২২ তারিখ সংবাদ সম্মেলন ডেকেছি আমরা। তার আগ পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না।”

প্রতিবাদ সমাবেশের উদ্যোক্তা কবি শিমুল সালাহউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই উৎসব এবার না হওয়া মানে আর কখনোই ঢাকায় এ আয়োজনটি না হওয়া। সারাবিশ্বের কাছে বাংলাদেশের সাংস্কৃতিক সুনাম ক্ষুণ্ন হওয়া, দেশের ভাবমূর্তি নষ্ট হওয়া। গত পাঁচ আয়োজনে আমরা যারা সুরসুধা উপভোগ করেছি আমাদের প্রত্যেকের উচিত উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবের জন্য এর ভেন্যু আর্মি স্টেডিয়াম বরাদ্দ না দেওয়ার প্রতিবাদ করা।”
তিনি আরও বলেন, “উচ্চাঙ্গ সঙ্গীত উৎসবে আর্মি স্টেডিয়াম বরাদ্দ না দেওয়ার প্রতিবাদে, এই দেশের একজন কবি হিসেবে, সংস্কৃতিসচেতন নাগরিক হিসেবে, একজন শিল্পসাহিত্যের প্রেমিক হিসেবে একটি মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আহ্বান করছি। শুক্রবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে, বিকাল তিনটায়।”

২০১২ সাল থেকে প্রতিবছর আর্মি স্টেডিয়ামে উপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের গুরু-পণ্ডিতদের মিলনমেলায় রাত জেগে সুরসুধা পান করতো সারাদেশ থেকে আগত শ্রোতারা। চলতি বছরে এর ৬ষ্ঠ আয়োজন অনিশ্চয়তার মুখে পড়লো।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- প্রভাবশালী দীপিকা পাড়ুকোন
- কালো মেয়ের গল্পে হিমি
- আলী জাফরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ মিশা’র
- এটিএন বাংলায় ‘কুইন অব সাউথ এশিয়া’
- শুটিং করতে গিয়ে আহত অক্ষয় কুমার
- ‘ড্রিমগার্ল’ অধরা খান
- কথা রাখলেন অনন্ত জলিল
- ‘ঠাগস অব হিন্দোস্তান’ চীনে মুক্তি দেওয়ার পরিকল্পনা
- মিলনের মিউজিক ভিডিও ‘চলে আয়’
- গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি কুশল
সর্বাধিক পঠিত
- কথা রাখলেন অনন্ত জলিল
- নেইমারের চোখে বিশ্বকাপের মঞ্চে আলো কাড়বেন যারা
- বোলিংয়ে বিবর্ণ সাকিব, গেইলের সেঞ্চুরি
- আতলেতিকোর হারে শিরোপার আরও কাছে বার্সা
- তেলেঙ্গানায় বটবৃক্ষ বাঁচাতে ডালে ডালে ‘স্যালাইন বোতল’
- খালেদার অবস্থা ‘প্রচণ্ড খারাপ’, স্বজনরাও সাক্ষাৎ পাননি
- পেটানোর ভিডিও ভাইরাল, চট্টগ্রামের ছাত্রলীগ নেতা রনির পদত্যাগ
- আফগানিস্তান-বাংলাদেশ সিরিজ হবে টি-টোয়েন্টির
- বিয়ের আগে অতীত শারীরিক সম্পর্কের বিষয়ে কি জানানো উচিত?
- সুফিয়া কামাল হল থেকে মধ্যরাতে ছাত্রীদের বের করে দেওয়ার অভিযোগ
- বিপিএলে এবার একাদশে সর্বোচ্চ ৪ বিদেশি
- ‘ঠাগস অব হিন্দোস্তান’ চীনে মুক্তি দেওয়ার পরিকল্পনা
- মেসিকে আঘাত না করে থামানোর রাস্তা খুঁজছেন মের্কাদো
- লন্ডনের রাস্তায় একাত্তর টিভির ক্যামেরা ছিনতাই
- মোসাদ্দেক কেন চুক্তিতে নেই?