মিস ওয়ার্ল্ডের আসরে দেশীয় পাটজাত পণ্য নিয়ে জেসিয়া

৬৭তম ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আগামী ১৯ অক্টোবর চীনের উদ্দেশে দেশ ছাড়ছেন জেসিয়া ইসলাম। এ অনুষ্ঠানে দেশীয় পাটজাত পণ্য বিশ্ব আসরে তুলে ধরবেন তিনি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Oct 2017, 02:08 PM
Updated : 17 Oct 2017, 02:08 PM

নানা বিতর্ক ও নাটকীয়তার মধ্য দিয়ে চীনে অনুষ্ঠিতব্য মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জেসিয়া ইসলাম। 

এ উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টায় রাজধানীর সোনারগাঁ হোটেলের বলরুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে বাংলাদেশি মিস ওয়ার্ল্ড জেসিয়ার হাতে ঐতিহ্যবাহী পাটজাত নানা পণ্য তুলে দেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পাট ও বস্ত্রমন্ত্রী মির্জা আজম এমপি।

সম্মেলনে জানানো হয় বিশ্বমঞ্চে বাংলাদেশি প্রতিযোগীর মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটের তৈরি বিভিন্ন পণ্য তুলে ধরা হবে। এসব পণ্যের মধ্যে রয়েছে  জুতা থেকে শুরু করে সালোয়ার কামিজ, পাটের জামদানি, পাটের উপর মুদ্রিত জাতির পিতার ছবিসহ অসংখ্য গিফট আইটেম।

আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজ ও অমিকন এন্টারটেইনমেন্টের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরি বলেন, ‘‘প্রথমবারের আয়োজনে টুকটাক ভুল ভ্রান্তি ছিল। এরপরও গোটা আয়োজন সফলভাবে শেষ করতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা।’’

অনুষ্ঠানে আরো  উপস্থিত ছিলেন টাইটেল স্পন্সর লাভেলো , ক্রাউন স্পন্সর আমিন জুয়েলার্স, ওয়ারড্রোব পার্টনার নাবিলা, সজীব গ্রুপ, ভীশন, রংধনু গ্রুপসহ অন্যান্য স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।