লড়াইয়ের আগে জেসিয়ার প্রস্তুতি

৩১ অক্টোবর চীনে অনুষ্ঠেয় ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম। তার আগে নিজেকে প্রস্তুত করছেন তিনি।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2017, 01:02 PM
Updated : 11 Oct 2017, 01:06 PM

ইতিমধ্যে প্রতিযোগিতার অফিসিয়াল ওয়েবসাইটেও তার ছবি যুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জেসিয়া গ্লিটজকে বললেন, “খবরটি শুনলাম। ভালো লাগছে।”

প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের শতাধিক তরুণীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন পুরান ঢাকার এ তরুণী।

চীনে যাওয়ার আগে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন তিনি। বললেন, “নাচ থেকে শুরু করে প্রতিযোগিতার বাকি ইভেন্টগুলোতে নিজের সেরাটা দিতে গ্রুমিং করছি। বেশ ক’দিন ধরেই নিয়ম করে গ্রুমিং চলছে। এখনও তুমুল ব্যস্ত সময় কাটছে।”

কবে যাচ্ছেন চীন?

বললেন, “যাওয়ার তারিখটা এখনো ঠিক হয়নি। তবে খুব শিগগিরই যাবো।”

৩১ অক্টোবর শিমেলং ওশান কিংডমে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে পাঁচশ’রও বেশি প্রতিযোগী পারফর্ম করবেন। সরাসরি অনুষ্ঠানটি দেখতে মঞ্চের সামনে হাজির হবেন হাজার দশেক দর্শক।

টপ মডেল, ট্যালেন্ট, মাল্টিমিডিয়া, স্পোর্টস, বিউটি উইথ অ্যা পারপাজ ও হেড টু হেড চ্যালেঞ্জেস নামে ছয়টি ক্যাটাগরিতে লড়তে হবে জেসিয়াকে।

১৮ নভেম্বর ঘোষণা করা হবে, কে হচ্ছেন এবারে ‘মিস ওয়ার্ল্ড’?