কলকাতা ও বাংলাদেশে প্রাঙ্গনেমোর নাট্যোৎসব

নিজেদের ৭টি নাটক নিয়ে বাংলাদেশ ও কলকাতায় উৎসব করতে যাচ্ছে নাট্যদল ‘প্রাঙ্গনেমোর’

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2017, 12:23 PM
Updated : 11 Oct 2017, 12:23 PM

নাট্যদল প্রাঙ্গণেমোর এবার ৮ম বারের মতো নাট্যোৎসব আয়োজন করতে যাচ্ছে। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এবারের নাট্যোৎসব অনুষ্ঠিত হবে কলকাতায়। নিজ উদ্যোগে আয়োজিত এ উৎসবে মঞ্চায়িত হবে শুধুমাত্র প্রাঙ্গণেমোরের দর্শক-নন্দিত ৭টি নাটক।

কলকাতায় নাট্যোৎসবের আগে প্রাঙ্গণেমোর আয়োজন করছে সেই ৭টি নাটক নিয়ে প্রাঙ্গণেমোর নাট্য সপ্তাহ।

উৎসব প্রসঙ্গে সংগঠনের অন্যতম নির্দেশক নুনা আফরোজ গ্লিটজকে বলেন, “বাংলাদেশের দর্শকরা সবসময় বিভিন্ন উপলক্ষ্যে বা উৎসবে আলাদা করে একটি নাটক দেখতে পান। অনেক দর্শকই চান একসঙ্গে প্রাঙ্গনেমোর-এর বেশ কিছু প্রযোজনা দেখতে। তাদের কথা মাথায় রেখেই দেশে নাট্যোৎসবটি করছি। এছাড়াও কলকাতায়ও আমাদের বেশকিছু দর্শক আছেন। একসঙ্গে প্রাঙ্গনেমোর-এর প্রযোজনায় বাংলাদেশের সাতটি নাটক দেখতে পাওয়া নিশ্চয়ই সেখানকার নাট্যমোদীদের জন্য আনন্দের কারণই হবে।”

নুনা আফরোজ বলেছেন, কলকাতার সত্যজিৎ রায় অডিটোরিয়ামে ৩ নভেম্বর থেকে ৮ নভেম্বর এবং তার আগে ১২ থেকে ১৮ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা ভবন মিলনায়তনে উৎসব দুটি অনুষ্ঠিত হবে।

নাটক ৭টি হচ্ছে ‘শ্যামাপ্রেম’, ‘শেষের কবিতা’, ‘আওরঙ্গজেব’, ‘ঈর্ষা’, ‘আমি ও রবীন্দ্রনাথ’, ‘কনডেমড সেল’ ও ‘বিবাদী সারগাম’। 

দেশে প্রাঙ্গণেমোর নাট্যসপ্তাহ উদ্বোধন করবেন সারা যাকের।