‘সেরা বাংলাবিদ’ হলেন ঢাকার মেয়ে নুসরাত

নাচ-গান ও আবৃত্তিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০১৭’।বাংলা ভাষা বিষয়ক মেধাভিত্তিক এ টিভি রিয়েলিটি শো’র প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার মেয়ে নুসরাত সায়েম।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2017, 02:18 PM
Updated : 16 Sept 2017, 02:18 PM

বাংলাভাষার শুদ্ধ উচ্চারণ, বানান ও ব্যাকরণের সঠিক ব্যবহার ছড়িয়ে দিতে ইস্পাহানি মির্জাপুর ও চ্যানেল আই’য়ের আয়োজনে প্রথম বারের মতো আয়োজিত হয় বাংলা ভাষা বিষয়ক মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০১৭’। ৩৫ হাজার প্রতিযোগী থেকে সর্বশেষ টিকে থাকা ছয় প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত হয় চূড়ান্ত প্রতিযোগিতা। প্রথম আসরে সেরা বাংলাবিদ নির্বাচিত হয়েছেন ঢাকার মেয়ে নুসরাত সায়েম। এ প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে সিরাজুল আরেফিন (খুলনা) এবং যৌথভাবে তৃতীয় হয়েছে রাইসা সালসাবিল (লক্ষীপুর) ও সোয়েব আনিয়াদ খান তুর্য (পাবনা)।

শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। শীর্ষস্থান অধিকারী নুসরাত সায়েম পেয়েছেন ১০ লাখ টাকার মেধাবৃত্তি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে দেয়া হয়েছে যথাক্রমে ৩ লাখ টাকা ও ২ লাখ টাকার মেধাবৃত্তি। এক থেকে দশম স্থান অধিকারী প্রত্যেকে পেয়েছে ৫০ হাজার টাকার সমমূল্যের ১টি করে ল্যাপটপ, ব্যক্তিগত লাইব্রেরি গড়ে তোলার জন্য বাংলা বই এবং একটি করে বই রাখার আলমারি।
বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ মহোৎসবের অতিথি বিচারক এবং চ্যানেল আই-এর পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, এম এম ইস্পাহানি লিমিটেড-এর উপদেষ্টা জাহিদা ইস্পাহানি ও ইস্পাহানি ফুড লিমিটেড-এর পরিচালক আলী ইস্পাহানি, প্রতিযোগিতার বিচারক ড. সৌমিত্র শেখর, সুবর্ণা মুস্তাফা প্রমুখ।
অনুষ্ঠানের সূচনা হয় প্রতিযোগিতার থিম-সং ‘বাংলা আমার এক ঠিকানা’ পরিবেশনের মধ্য দিয়ে। বিজয়ীদের নাম ঘোষণার আগ মুহূর্তে মঞ্চে আসেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় ‘নূরুলদীন এর সারাজীবন’ থেকে অংশ বিশেষ আবৃত্তি করেন তিনি। এছাড়াও অনুষ্ঠান জুড়ে ছিলো ভাষা নিয়ে নানা চমকপ্রদ খেলার আসর। 

অনুষ্ঠানে গান পরিবেশন করেন সাবিনা ইয়াসমিন ও রেজওয়ানা চৌধুরী বন্যা। মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন ‘চ্যানেল আই সেরা নাচিয়ে’ বিজয়ী তুষার ও তার দল। এছাড়াও একদল নৃত্যশিল্পীর অংশগ্রহণে কাজী নজরুল ইসলামের ‘চল চল চল’ কবিতার আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন খায়রুল বাশার এবং পরিচালনা করেছেন তাহের শিপন।