দশ বছর পর আবু শাহেদ ইমনের নাটক

প্রায় ১০ বছর পর কোনো নাটক নির্মাণ করলেন ‘জালালের গল্প’ খ্যাত নির্মাতা আবু শাহেদ ইমন। তার নির্মিত ‘গোল্ডেন এ প্লাস’ নামে একটি নাটক বুধবার (৭ সেপ্টেম্বর) সাড়ে ৯টায় প্রচার হবে চ্যানেল আইয়ে।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2017, 03:30 PM
Updated : 6 Sept 2017, 03:38 PM

‘গোল্ডেন এ প্লাস’ ফোবিয়ার ভুগছে শিক্ষার্থীরা। এ প্লাস না পাওয়ায় দেশে আত্মহত্যারও ঘটনা ঘটছে অহরহ। এমন ঘটনাকে উপজীব্য করে নাটকটি নির্মাণ করেছেন আবু শাহেদ ইমন।

নির্মাতা গ্লিটজকে বললেন, “গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য আমাদের বাচ্চাদের চাপ দেওয়া হয়। সেটাকে ধরেই নাটকটি নির্মাণ করা হয়েছে। এটি একজনের নয়, অসংখ্য বাংলাদেশী শিশু-কিশোরের গল্প।

বরিশালে আরাফাত শাওন নামে এক কিশোরের আত্মহত্যার খবর পড়েছিলাম পত্রিকায়। তারপরই মনে হলো নির্মাতা হিসেবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কিছু করা দরকার।”

দীপান্বিতা ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দীপক সুমন, অনিন্দ্য, ঈশান প্রমুখ। নাটকে জনপ্রিয় ব্যান্ডদল চিরকুটের একটি গানও থাকছে।

জালালের গল্প’র পর ‘অপদার্থ’ নামে আরেকটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন আবু শাহেদ। ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।