Published : 05 Sep 2017, 08:33 PM
আগামী ২৭ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘ডুব’। চলচ্চিত্রটির মাধ্যমে বাংলাদেশের বড়পর্দায় অভিষেক ঘটছে বিখ্যাত ভারতীয় অভিনেতা ইরফান খানের। তার সঙ্গে অভিষেকের কৃতিত্ব ভাগ করে নিচ্ছেন কলকাতার অভিনেত্রী পার্ণো মিত্রও। চলচ্চিত্রটির কাহিনিকে কেন্দ্র করে নানা আলোচনা-সমালোচনার ঝড় তুলে অবশেষে বড়পর্দায় মুক্তির দিন ঘোষণা করলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
তিনি জানান, “বাংলাদেশ এবং ভারতে মুক্তির লক্ষ্যে আমরা ২৭ তারিখ দিনটাকে ধার্য্য করেছি। এটা একই সঙ্গে অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মুক্তির সম্ভাবনা রয়েছে। এটা নির্ভর করছে সেখানকার পরিবেশকদের সঙ্গে আমাদের যে যে আলোচনা চলছে তার ফলাফলের ওপর। শুধু তাই নয়, এ তালিকায় আরও কিছু দেশ যুক্ত হতে পারে ।”
চলচ্চিত্রটি প্রয়োজনা করছে বাংলাদেশি প্রয়োজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, ভারতের এসকে মুভিজ। সহ প্রযোজক হিসেবে আছেন চলচ্চিত্রটির অভিনেতা ইরফান খান।
জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ জানিয়েছেন, দেশের চলচ্চিত্রের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের এ ছবির নির্মাণব্যায় ১৫ লাখ মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমান প্রায় ১২ কোটি টাকা। গতবছর ২০ মার্চ থেকে শুরু হওয়া এ চলচ্চিত্রের চিত্রধারণ হয়েছে দেশে ও দেশের বাইরে বিভিন্ন লোকেশনে।
নির্মাণের পর মুক্তির আগেই চলচ্চিত্রটি প্রশংসা কুড়িয়েছে আন্তর্জাতিক মহলে। চলচ্চিত্রটির ভূয়সী প্রশংসা করেছে চলচ্চিত্র বিষয়ক আন্তর্জাতিক ম্যাগাজিন ভ্যারাইটি, হলিউড রিপোর্টার ও স্ক্রিন ডেইলি। ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘ডুব’ অর্জন করে ‘কমেরসান্ত জুরি প্রাইজ’। শুধু তাই নয়, সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ডের জন্য এটি মনোনীত হয়। ইতিমধ্যে চলচ্চিত্রটি আমন্ত্রিত হয়েছে ২৩ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডেও।
ফারুকী বলেন,“ ‘ডুব’ এর এই আন্তর্জাতিক যাত্রা চলবে।”
তিনি জানান, ‘ডুব’ মুক্তি উপলক্ষে চলচ্চিত্রটির প্রচারণায় আগামী ২৫ অক্টোবর বাংলাদেশে আসবেন ইরফান খান। থাকবেন ছবিটির উদ্বোধনী প্রদর্শনীতে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন ইরফান খানের সঙ্গে ছবি দেখার সুযোগ। প্রাথমিকভাবে বাংলাদেশের ১০০টি প্রেক্ষাগৃহে এবং ভারতের ২০০টি প্রেক্ষাগৃহে ফারুকী ও ইরফানের এ নতুন চমক দেখতে পাবেন দর্শক।
চলচ্চিত্রটিতে ইরফান খান ছাড়াও অভিনয় করেছেন- তিশা, পার্নো মিত্র, রোকেয়া প্রাচী প্রমুখ।