রাজ্জাকের মতো কেউ বাংলাদেশের চলচ্চিত্রে আসেননি: সোহেল রানা

নায়করাজ রাজ্জাকের প্রয়াণে বাংলাদেশের চলচ্চিত্রে তার অবদান স্মরণ করছেন চলচ্চিত্র অভিনেতা মাসুদ পারভেজ (সোহেল রানা)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 02:11 PM
Updated : 21 August 2017, 02:42 PM

“বাংলাদেশে বর্তমানে ফিল্ম ইন্ডাস্ট্রির যে অবস্থা, একে এখান থেকে উত্তরণের জন্য মুষ্টিমেয় যে কয়েকজন চেষ্টা করছিলেন, তাদের মধ্যে তিনি অন্যতম। তার মতো শিল্পী আমাদের ইন্ডাস্ট্রিতে এর আগে কখনও আসেনি এবং তার অভাব দ্রুত পূরণ হবে বলেও আমার মনে হয় না।”

রাজ্জাকের মৃত্যুর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন সোহেল রানা।

তিনি বলেন, “আমাদের সবাইকে একদিন চলে যেতে হবে- এটা সত্য। কিন্তু এ রকম হঠাৎ করে …আমি হতবিহ্বল হয়ে গেছি।”

রাজ্জাকের সমসাময়িক চিত্রনায়ক সোহেল রানা; দুজনে কয়েকটি চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন।

সোহেল রানা বলেন, “আমরা তিন-চারটি ছবিতে একসঙ্গে কাজ করেছি। তিনি আমার চেয়ে কিছু সিনিয়র ছিলেন। তার ধ্যান-জ্ঞান ছিল চলচ্চিত্র। চলচ্চিত্র নিয়েই তিনি বাঁচতেন।

“শিল্পী হিসেবে তিনি যেমন অসাধারণ, মানুষ হিসেবেও তেমনি বড় মাপের মানুষ ছিলেন। কখনও তার মধ্যে অহমিকা দেখিনি। অত্যন্ত পরিশ্রমী, সহশিল্পীদের সঙ্গে সদালাপী এবং চলচ্চিত্রের প্রতি নিবেদিতপ্রাণ। তাকে কখনও দূরের মানুষ মনে হত না। হি ওয়াজ আ নাইস ম্যান, আ লায়নহার্টেড ম্যান।”