‘গেইম অফ থ্রোন্স’এর সিজন ফিনালে ফাঁস করার হুমকি হ্যাকারদের

বেশ কিছুদিন ধরেই ‘মিস্টার স্মিথ’ নামের একদল হ্যাকারের খপ্পরে পড়ে মার্কিন টিভি চ্যানেল এইচবিও পড়েছে বেকায়দায়। এবারে হ্যাকাররা হুমকি দিল চলমান সপ্তম সিজনের শেষ পর্ব ইন্টারনেটে ছেড়ে দেওয়ার।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 August 2017, 02:05 PM
Updated : 20 August 2017, 02:05 PM

১৬ জুলাই প্রচার শুরু হওয়ার পরেই হঠাৎ একের পর এক পর্ব অনলাইনে ফাঁস হয় ‘গেইম অফ থ্রোন্স’-এর সপ্তম সিজনের।

এরপরই জানা যায় এইচবিওর সার্ভার থেকে দেড় টেরাবাইটের ডেটা চুরি করেছে হ্যাকাররা, যার মধ্যে ‘গেইম অফ থ্রোন্স’-এর পর্বগুলো ছাড়াও রয়েছে ‘বলার্স’, ‘রুম ওয়ান জিরো ফোর’-এর মতো সিরিজের বেশ কিছু পর্ব।

শুধু তাই নয়, কিছুদিনের মধ্যেই এইচবিও’র ফেইসবুক পেইজও নিজেদের দখলে নিয়ে নেয় এই দলটি।

একের পর এক পর্ব ফাঁসের পর এইচবিওকে হ্যাকাররা হুমকি দিয়েছে সিরিজটির সিজন ফিনালে সময়ের আগেই ফাঁস করে দেওয়ার।

হ্যাকারদের ফাঁস করা ষষ্ঠ পর্ব স্পেনের এইচবিও চ্যানেলে ভুল করে প্রচারও করা হয়েছিল।

গুজব শোনা যাচ্ছে সিজন ফিনালের ফাঁস হওয়া ঠেকাতে যে কোনো মূল্য দিতে রাজি এখন এইচবিও কর্তৃপক্ষ।

দেখার বিষয়, পরের সপ্তাহের রবিবারে সিজন ফিনালে প্রচারের আগেই কোনো দুর্ঘটনা ঘটে কি না।