‘বাহুবলী টু’র জয়রথ চলছেই

এস এস রাজামৌলির রেকর্ড সৃষ্টিকারী সিনেমা ‘বাহুবলী টু’ ভারতের হলগুলোতে চলছে টানা ৭৫ দিন ধরে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 02:56 PM
Updated : 17 July 2017, 02:56 PM

ভারতের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের এই সিনেমা দর্শকেরা এতোটাই পছন্দ করেছে যে, মাঝখানে বেশ কয়েকটি নতুন সিনেমা মুক্তি পেলেও হলগুলোতে এখনও চলছে আড়াই মাস আগের ‘বাহুবলী টু’। এমনকী ঈদের মৌসুমে সালমান খানের নতুন সিনেমা ‘টিউবলাইট’ও ফাটল ধরাতে পারেনি ‘বাহুবলী টু’য়ের জনপ্রিয়তায়।

আরও ২৫ দিন চললে টানা ১০০ দিন ধরে হলে চলা সিনেমা হিসেবে নতুন রেকর্ড তৈরি করবে এটি।

ভারতের পাশাপাশি এখন জাপানের টোকিও এবং ওসাকাতেও এখন দেখানো হচ্ছে ‘বাহুবলী টু’। সেখানেও দর্শকদের ভালো সাড়া পাচ্ছে সিনেমাটি, এমনটাই বলছে ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভারতের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও দারুণ সাড়া ফেলেছে আনুশকা শেঠি, প্রভাস ও রানা দগ্গুবতী অভিনীত সিনেমাটি।  রাশিয়ায় দর্শকের অনুরোধে নির্ধারিত সময় শেষ হওয়ার পরেও হলে চলেছে ‘বাহুবলী টু’।

২০১৬’র অন্যতম ব্যবসাসফল সিনেমা ‘দঙ্গল’ চলতি বছরে এসে নতুন জীবন পায় চীনে মুক্তি পাওয়ার পর। আমির খান অভিনীত সিনেমাটি চীনে মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে ঝড় তোলে। পরিণত হয় ভারতের সর্বকালের সর্বোচ্চ আয়ের সিনেমায়।

কিছুদিনের মধ্যে চীনে মুক্তি পাবে ‘বাহুবলী টু’ও। তখন ‘দঙ্গল’-এর ব্যবসাকেও ছাড়িয়ে যাবে সিনেমাটি- এমন ভবিষ্যদ্বাণীই করছেন বাণিজ্য বিশ্লেষকেরা।