ডিজিটাল মাধ্যমই বাংলা সিনেমার ভবিষ্যত: প্রসেনজিৎ

সিনেমা হল নয় বাংলা সিনেমার ভবিষ্যত হবে অনলাইন ডিজিটাল মাধ্যমগুলো- এমনটাই বললেন খ্যাতিমান টালিগঞ্জ অভিনেতা প্রসেনজিৎ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 02:20 PM
Updated : 17 July 2017, 02:20 PM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, গণমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে ‘জাতিস্মর’ অভিনেতা বলেন, “চলচ্চিত্র অন্যতম শক্তিশালী বিনোদন মাধ্যম। সেই শুরু থেকেই এ মাধ্যমটি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে এসেছে। তবুও এর আবেদন হারিয়ে যায়নি।”

তিনি আরও বলেন,“ যখন প্রথম মানুষের ঘরে টেলিভিশন এলো তখন সবাই ভেবেছিলো এবার হয়ত কেউ আর হলে গিয়ে সিনেমা দেখবে না। কিন্তু মানুষ ঠিকই হলে গিয়ে সিনেমা দেখছে। এখন নেটফ্লিক্স, অ্যামাজনের যুগে। তাই অনেকেই ভাবছেন হয়তো বাংলা সিনেমা আবারও একটি বড় চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। কিন্তু আমার সে রকম মনে হয় না। আমার বরং মনে হয় ডিজিটাল মাধ্যমই হবে বাংলা সিনেমার ভবিষ্যত।”

‘জুলফিকার’, ‘প্রাক্তন’, ‘জাতিস্মর’ সহ অগণিত সাড়াজাগানো সিনেমায় অভিনয় করে সুনাম কুড়িয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ। সামনেই মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘ওয়ান’।