চলে গেলেন অস্কারজয়ী অভিনেতা মার্টিন ল্যান্ডো

১৫ জুলাই, শনিবার লস অ্যাঞ্জেলসের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অস্কারজয়ী মার্কিন অভিনেতা মার্টিন ল্যান্ডো। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৯ বছর।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2017, 11:52 AM
Updated : 17 July 2017, 11:52 AM

‘নর্থ বাই দ্য নর্থওয়েস্ট’, ‘ক্লিওপেট্রা’, ‘এড উড’সহ অসংখ্য সাড়াজাগানো সিনেমায় অভিনয় করা খ্যাতিমান মার্কিন অভিনেতা মার্টিন ল্যান্ডো। ১৯৯৪ সালে ‘এড উউ’ সিনেমায় বেলা লুগোসি চরিত্রে অনবদ্য অভিনয়ের জন্য জেতেন সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার।

রয়টার্স জানায়, শনিবার অসুস্থবোধ করলে লস অ্যাঞ্জেলসের উইসিএলএ মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

১৯৫৯ সালে ‘পর্ক চপ হিল’ সিনেমার মাধ্যমে হলিউডে প্রবেশ করেন মার্টিন ‌ল্যান্ডো। সর্বশেষ ২০১৭’র ‘দ্য লাস্ট পোকার গেম’ ছবিতে দেখা গেছে তাকে। বড় পর্দার পাশাপাশি ছোট পর্দার জনপ্রিয় সিরিজ ‘মিশন ইম্পসিবল’-এ অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন তিনি।

দীর্ঘ ক্যারিয়ারে অস্কার ছাড়াও গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টরস গিল্ট অ্যাওয়ার্ড সহ একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।