নেটফ্লিক্সের সিরিজে সাইফ আলী খান

ভারতীয় কথা সাহিত্যিক বিক্রম চন্দ্রের উপন্যাস ‘সেকরেড গেমস’ অবলম্বনে একই নামে নির্মিত হতে যাচ্ছে নেটফ্লিক্সের একটি সিরিজ। নেটফ্লিক্স ও ফ্যান্টম ফিল্মস-এর প্রযোজনার এ সিরিজে দেখা যাবে সাইফ আলী খানকে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2017, 03:33 PM
Updated : 15 July 2017, 03:33 PM

এই সিরিজের মাধ্যমেই প্রথমবারের মত কোনো ভারতীয় অভিনেতার অভিষেক ঘটছে যুক্তরাষ্ট্র ভিত্তিক স্ট্রিমিং পোর্টাল নেটফ্লিক্সে।

এ ছবিতে সাইফের চরিত্রটির নাম সরতাজ সিং। মুম্বাইয়ের অপরাধ জগতের নানা দুধর্ষ কাহিনি নিয়ে নির্মিত হবে ‘সেকরেড গেমস’ সিরিজটি। ভারতের অর্থনৈতিক উত্থানের পেছনে রাজনৈতিক নেতাদের ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও অন্যান্য অপকর্ম আসবে ‘সেকরেড গেমস’য়ে।

হিন্দুস্তান টাইসকে সাইফ বলেন, “ভারতীয় কাহিনি নিয়ে নির্মিত প্রথম নেটফ্লিক্সের সিরিজের অংশ হতে পেরে খুবই ভালো লাগছে। দিন দিন নেটফ্লিক্স সিরিজগুলোর জনপ্রিয়তা যেভাবে বাড়ছে তাতে ভবিষ্যতে বড় পর্দা ও ছোট পর্দার চেয়ে এ মাধ্যমটি সবার কাছে বেশি জনপ্রিয়তা পাবে বলে মনে হচ্ছে।”

নেটফিক্স অরিজিনাল সিরিজের উপ-প্রধান এরিক বার্কম্যান বলেন, “সাইফ আলী খান ভারতীয় সিনেমার এক শক্তিশালী অভিনেতা। এ ধরণের চ্যালেঞ্জিং কাজের জন্য তার বিকল্প কেউ নেই। ‘সেকরেড গেমস’য়ে তাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত।”

শিগগিরই ভারতের বিভিন্ন অংশে শুরু হবে ‘সেকরেড গেমস’য়ের দৃশ্যধারণের কাজ।