‘স্টুডেন্ট অব দ্য ইয়ার-টু’য়ের নায়িকা হচ্ছেন তারা সুতারিয়া?
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jul 2017 09:16 PM BdST Updated: 15 Jul 2017 09:16 PM BdST
করণ জোহরের নতুন সিনেমায় টাইগার শ্রফ ও অনন্যা পান্ডের সঙ্গে দেখা যেতে পারে নতুন আরেক মুখ তারা সুতারিয়াকে।
‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে বলিউডের রূপালি দুনিয়ায় পা রেখেছিলেন আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রা। সাত বছর পর এ ছবির দ্বিতীয় কিস্তিতেও আসবে নতুন তিন মুখ- এমনটাই বলেন পরিচালক করণ জোহর।

এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জানায়, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-টু’তে দেখা যেতে পারে জ্যাকি শ্রফ পুত্র টাইগার শ্রফ ও চাঙ্কি পান্ডে তনয়া অনন্যা পান্ডেকে।
তাহরৈ প্রধান দুই নারী চরিত্রের অন্যটিতে দেখা যাবে কাকে?- এ প্রশ্ন এসে যায় স্বাভাবিকভাবেই। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, ছোটপর্দার পরিচিত মুখ তারা সুতারিয়াকে দেখা যাতে পারে এ চরিত্রটিতে।
হৃতিক রোশান ও ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ‘গুজারিশ’য়ে একটি পার্শ্ব-চরিত্রে দেখা গিয়েছিলো তারাকে। এছাড়ারাও ছোট পর্দার জনপ্রিয় সিরিজ ‘বেস্ট অফ লাক নিক্কি’, ‘দ্য সুইট লাইফ অফ সিং সিস্টার’, ‘অই জ্যাসি জ্যাসি’ ও ‘শেইক ইট আপ’সহ একাধিক সিরিজে দেখা গেছে তাকে।
অভিনয় ছাড়াও ব্যালে নাচে সিদ্ধহস্ত তারা। খবর সত্যি হলে, হয়ত শিগগিরি দুর্দান্ত কোনো নাচের দৃশ্যে দেখা যেতে পারে তারা ও টাইগারকে।
মুক্তির আগে থেকেই দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-টু’। আলিয়া ভাট, বরুণ ধাওয়ান ও সিদ্ধার্থ মালহোত্রার মতো দর্শক মাতাতে পারেন কি না টাইগার, অনন্যা ও তারা- সেটিই এখন দেখার বিষয়।
-
‘চলো নিরালায়’ নিয়ে সামনে এলেন মিম-রাজ
-
বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহে গাইবেন মিলা, হৃদয় খানরা
-
‘ব্যাকস্ট্রিট বয়েজ’ আবার আসছে সামনে
-
মানব পাচার মামলা: আগাম জামিন কণ্ঠশিল্পী ইভা আরমানের
-
রাজকে নিয়ে আনন্দমেলায় পরীমনি
-
‘টপ গান: ম্যাভেরিক’ দিয়ে আয়ের চূড়ায় টম ক্রুজ
-
রিকশা চালকের বেশে কে এই অভিনেত্রী?
-
নুসরাত ফারিয়ার সিনেমা আটকে গেল কেন
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- ‘বাবার লাশ ঝুলছিল, মায়ের লাশ বিছানায়’
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েন মর্গ্যান
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- পদ্মা সেতু: ফাঁকা ফেরি ঘাটের সুবিধা নিতে চায় ঝিনাইদহ