ছায়ানটে উচ্চাঙ্গসংগীতের আসর ‘প্রাণের খেলা’

রাজধানীর ছায়ানট ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল বেঙ্গল ফাউন্ডেশনের নিয়মিত সংগীত আসর ‘প্রাণের খেলা’।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 May 2017, 07:54 PM
Updated : 18 May 2017, 07:54 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় এই আসরের শুরুতে টাংগাইলের ষড়জ-পঞ্চম সংগঠনের শিক্ষার্থীরা দলীয়ভাবে ছোট আলাপে সুরফাক তালে মালকোষ রাগে ধ্রুপদ পরিবেশন করেন। পরপর ত্রিতালে ইমন রাগে খেয়াল এবং তারানা গেয়ে শোনান তাদের সম্মেলক পরিবেশনায়।

এরপর গুরু ড. অসিত রায় শংকরা রাগে প্রথমে আলাপ, জোড় ও ঝালা পরিবেশন করেন। পরে তিনি ধামার এবং সুরফাঁক তালে বন্দিশ পরিবেশন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয়াংশে ছিল গুরু মর্তুজা কবীর মুরাদ ও তার সংগঠন ‘আরোহ’ এর শিক্ষার্থীদের দলীয় বাঁশি পরিবেশনা। গুরু ও শিষ্যরা দলগতভাবে ত্রিতালে রাগ হংসধ্বনি বাজিয়ে শোনান, আলাপ দিয়ে শুরু করে সমবেতভাবে মধ্যলয়ে বাজিয়ে দ্রুত লয়ে শেষ করেন। এরপর পাহাড়ি ধুন বাজিয়ে গুরু মর্তুজা কবির মুরাদ অনুষ্ঠান শেষ করেন।