‘দঙ্গল’য়ের জন্য পুরস্কার জিতলেন আমির

‘দঙ্গল’য়ের জন্য প্রশংসিত হয়েছেন অভিনেতা আমির খান। ভারতের সর্বোচ্চ ব্যবসাসফল ছবি হিসেবে এরই মধ্যে রেকর্ড গড়েছে স্পোর্টস ড্রামা ‘দঙ্গল’। এবারে ছবির জন্য বিশেষ সম্মানে ভূষিত হলেন তিনি।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2017, 03:40 PM
Updated : 21 April 2017, 03:40 PM

৭৫তম মাস্টার দীননাথ মঙ্গেশকর পুরস্কার আসরে সেরা ছবি নির্বাচত হয়েছে আমির অভিনীত ‘দঙ্গল’। এ ছবির জন্য ‘বিশেষ পুরস্কার’ দেওয়া হবে এ তারকাকে। এছাড়াও ক্রিকেট তারকা  কপিল দেবকে ক্রিকেটে বিশেষ ভূমিকার জন্য পুরস্কৃত করা হবে।

২৪ এপ্রিল অনুষ্ঠিতব্য এ আসরে আমির খান ও কপিল দেব ছাড়াও আরও পুরস্কৃত হচ্ছেন কিংবদন্তি অভিনেত্রী বৈজন্তীমালা বালি। চলচ্চিত্রে তার বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হবে তাকে। সেরা সিনেমার জন্য ‘মোহান ওয়াগ’ পুরস্কার দেয়া হবে সুনীল বার্ভকে। তার পরিচালিত ‘আমার ফটো স্টুডিও: সুবাক সংস্থা’র জন্য এ পুরস্কারে ভূষিত হন তিনি।

সংগীত তারকা লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে ও ঊষা মঙ্গেশকরের বাবা মাস্টার দীনণাথ মঙ্গেশকর ছিলেন ভারতের খ্যাতিমান অভিনেতা ও সুরকার ও সংগীতশিল্পী। তার মৃত্যুর পর সংস্কৃতি ও সমাজের বিভিন্ন খাতে অবদানের জন্য প্রদান করা হয়ে আসছে এ পুরস্কার।