পাঁচদিনব্যাপী নাট্যোৎসবে দর্শকনন্দিত দশ নাটক

শিল্পকলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫দিন ব্যাপী নাট্যোৎসব।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2017, 12:23 PM
Updated : 21 April 2017, 12:23 PM

‘শিল্প-সংস্কৃতি-সৃজনশীলতা, জয় জয় জয় মানবতা’ স্লোগান নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মচারি ইউনিয়নের ৩৭ বছর পূর্তি উপলক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় শুরু হতে যাচ্ছে পাঁচদিনব্যাপী নাট্যোৎসব। আগামী ২৪ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এ উৎসবে দেশের ১০ টি নাট্যদলের দর্শক নন্দিত ১০টি প্রযোজনা মঞ্চস্থ হবে বলে জানিয়েছে একাডেমি কর্তৃপক্ষ।

এ উপলক্ষ্যে আগামি ২৪ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাট্যোৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি কর্মচারি ইউনিয়নের সভাপতি এস এম সালাউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইটিআই সভাপতি রামেন্দু মজুমদার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাহাঙ্গীর হোসেন চৌধুরী।

উৎসবে প্রদর্শিতব্য নাটকগুলো হলো- থিয়েটার এর নাটক ‘মেরাজ ফকিরের মা’,নাগরিক নাট্যাঙ্গন বাংলাদেশ এর নাটক ‘গহর বাদশা ও বানেছাপরী’, থিয়েটার আর্ট ইউনিট এর নাটক ‘কোর্ট মার্শাল’, প্রাঙ্গণেমোর এর নাটক ‘আওরঙ্গজেব’, লোকনাট্যদল সিদ্ধেশ্বরী-র নাটক ‘কঞ্জুস’, মহাকাল নাট্য সম্প্রদায় এর নাটক ‘শিখন্ডী কথা’, নাট্যকেন্দ্র-র নাটক ‘ বন্দুক যুদ্ধ ও গাধার হাট’, সুবচন নাট্য সংসদ এর নাটক ‘মহাজনের নাও’, আরণ্যক নাট্যদল এর নাটক ‘রাঢ়াঙ’ এবং প্রাচ্যনাট এর নাটক ‘সার্কাস সার্কাস’।