‘স্ত্রী হিসেবে আমি একটু সম্মান চেয়েছিলাম’
রুদ্র হক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Apr 2017 05:38 PM BdST Updated: 10 Apr 2017 09:06 PM BdST
শাকিব খানের ছেলে কোলে নিয়ে জনসম্মুখে উপস্থিত হলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সোমবার বিকেল চারটায় বেসরকারি চ্যানেল নিউজ টোয়েন্টিফোর এর একটি লাইভ অনুষ্ঠানে উপস্থিত হয়ে দীর্ঘদিনের আড়াল ভাঙলেন এ নায়িকা।
দীর্ঘদিন ধরেই আড়ালে ছিলেন অপু বিশ্বাস। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে তিনি ফিরলেন-শাকিব খানের সন্তান আব্রাহাম খান জয়কে সঙ্গে নিয়ে। গতবছরের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে জন্ম হয় তাদের অপু-শাকিবের পুত্র সন্তানের। এর আগে ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের বাসায় ঘরোয়া পরিসরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় জুটি। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরা। অপু বিশ্বাস নাম পরিবর্তন করে হন অপু ইসলাম খান। তবে, চলচ্চিত্রের কেরিয়ারের কথা ভেবে দুজনের সিদ্ধান্তেই বিষয়টি মিডিয়ায় গোপন রাখা হয় বলে জানান অপু বিশ্বাস।
গত বছর শামিম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ চলচ্চিত্রের শুটিং চলাকালীন হঠাৎ উধাও হয়ে যান অপু বিশ্বাস। অপু বিশ্বাস জানান, গর্ভে সন্তানের উপস্থিতি টের পেয়েই তিনি শুটিং ছাড়তে বাধ্য হন। শাকিব খানের অনুরোধে বিষয়টি গোপন রাখেন তিনি। অপু বিশ্বাসের অভিযোগ, সন্তান ধারণ করা থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাবা হিসেবে ও স্বামী হিসেবে যথাযথ দায়িত্ব পালন করেননি শাকিব খান। উপরন্তু নবাগতা চিত্রনায়িকা বুবলির সঙ্গে শাকিব খানের স্ক্যান্ডাল ও এই ইস্যুতে শাকিব খানের মৌনতায় স্ত্রী ও দীর্ঘদিনের সহকর্মী হিসেবে তাকে ছোট করা হয়েছে। আশংকায় ফেলেছে তার সন্তানের ভবিষ্যতকেও। যার ফলে সকল নীরবতা ভেঙে সত্য প্রকাশে জনসম্মুখে উপস্থিত হয়েছেন এ নায়িকা।


অপু বিশ্বাস জানান, গত ডিসেম্বর মাসে ঢাকায় ফিরে আসেন অপু বিশ্বাস। ঢাকায় ফেরার পর শাকিব খান তার সন্তানকে প্রায়ই দেখতেও যান। কিন্তু একসঙ্গে বসবাস করছেন না তারা। এ নিয়ে অপু বিশ্বাস কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘স্ত্রী হিসেবে আমি একটু সম্মান চেয়েছিলাম’।
-
সেন্সর পেল ‘চন্দ্রাবতী কথা’, মুক্তি ঈদের পর
-
বহুদিন পর জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস
-
অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
-
গোল্ডেন গ্লোব’য়ে ইতিহাস গড়লেন পরিচালক ক্লোয়ি ঝাও
-
অনন্ত জলিলের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ‘হেনস্তা’
-
মুক্তিযুদ্ধ থেকে চর্চার মুক্তিতে আজম খান
-
দর্শকদের টিভি দেখার অভ্যাসটা থাকবেই: বান্নাহ
-
মোবাইল চলচ্চিত্র উৎসবে সেরা ফ্রান্সের ‘দ্য লস্ট পেন’
সর্বাধিক পঠিত
- আমাকে ফাঁসানো হয়েছে: সামিয়া
- পাঁচটি প্রিয় বিকাশ নম্বরে ‘সেন্ড মানিতে’ খরচ নেই
- অনন্য মামুনের ‘মেকআপ’ প্রদর্শনযোগ্য নয়: সেন্সর বোর্ড
- বার্সেলোনার সাবেক সভাপতি বার্তোমেউ ‘আটক’
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- ভিনিসিউসের শেষের গোলে রক্ষা রিয়ালের
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- বার্সেলোনায় যাচ্ছে গার্সিয়া: গুয়ার্দিওলা
- ‘এত বড় দেশে কোথাও জায়গা হল না’
- বিদেশিদের উদ্বেগ ‘তাজ্জবের’ ব্যাপার: পররাষ্ট্রমন্ত্রী