দেশভাগ পরবর্তী চলচ্চিত্র ও সাহিত্য নিয়ে আলোচনাসভা

ভারতের কলকাতাসহ নানান জায়গায় এই একুশের মাসে আয়োজন করা হয়েছে দুই বাংলার সাংস্কৃতিক সমন্বয় ।‘দেশভাগ উত্তর দুই বাংলা সাহিত্যে ও চলচ্চিত্রে' শিরোনামে একটি আলোচনাসভা আয়োজন করেছে পশ্চিমবঙ্গের শিল্প ও সাহিত্য বিষয়ক ছোট কাগজ ‘মল্লার’।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2017, 02:50 PM
Updated : 17 Feb 2017, 03:52 PM
এ আয়োজনে বক্তা হিসেবে নিমন্ত্রিত হয়েছেন বাংলাদেশের স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা তানভীর মোকাম্মেল।তিনি ছাড়াও এই সভায়  বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও প্রাবন্ধিক শিলাদিত্য সেন।

অনুষ্ঠানে আলোচনাচক্রের পাশাপাশি ২০১৭-র ‘মল্লার সম্মাননা’ প্রদান করা হবে বাংলাভাষার বিশিষ্ট কবি ও সম্পাদক রাজীব সিংহ ও শৌভিক দে সরকারকে।

১৮ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৪টায় পশ্চিমবঙ্গের শিলিগুড়ির রামকিংকর প্রদর্শনী কক্ষে আয়োজিত হচ্ছে এ অনুষ্ঠানটি।