‘শাকিবকে নিয়ে সিনেমা নয়’
গ্লিটজ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2016 05:05 PM BdST Updated: 30 Nov 2016 05:05 PM BdST
-
ছবি: তানজিল আহমেদ জনি
-
শাকিব খানকে নিয়ে এর আগে ২২ টি সিনেমা তৈরি করেছেন বদিউল আলম খোকন
-
ছবি: তানজিল আহমেদ জনি
চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি না করার ঘোষণা দিয়েছেন নির্মাতা বদিউল আলম খোকন। সর্বশেষ শাকিবকে নিয়ে ২০১৫ সালে ‘রাজা বাবু’ সিনেমাটি তৈরি করেছিলেন তিনি।
মঙ্গলবার রাতে গ্লিটজে খবরটি নিশ্চিত করেছেন খোকন নিজে।
তিনি বলেন, “শাকিব খান এখন বাংলাদেশের তুলনায় ভারতের সিনেমাকে বেশি প্রাধান্য দিচ্ছেন। তার মতে বাংলাদেশের কলাকুশলীরা ভালো কাজ করতে জানেন না। ভারতের কলাকুশলীরা আমাদের কলাকুশলীদের তুলনায় ভালো কাজ জানেন। শুধুতাই নয় বাংলাদেশে নাকি কোনো ভালো কলাকুশলীই নেই!”
তিনি আরও বলেন, “ শাকিব আরও বলেছেন, আমাদের কলাকুশলীদের সবাই সত্তর দশকের মানসিকতা নিয়ে কাজ করছেন। কারণ তারা সবাই সত্তর দশকের। তাই আমার কথা হলো, আমরা যেহেতু কেউ ভালো ও দক্ষ কলাকুশলী নই সেহেতু তিনি ভারতীয়দের সঙ্গেই কাজ করুন। আমরা আগে নিজেদেরকে আরও আপগ্রেড করি, তারপরে না হয় আমরা শাকিব খানকে নিয়ে সিনেমা নির্মাণ করবো। তাই আমি শাকিবকে নিয়ে সিনেমা করবো না।”

শাকিব খানকে নিয়ে এর আগে ২২ টি সিনেমা তৈরি করেছেন বদিউল আলম খোকন
এতোদিনের সম্পর্কের পরও শাকিব খানকে নিয়ে সিনেমা র্নিমান না করার ঘোষণা দিলেন খোকন। তাহলে কি এই সিদ্ধান্ত খোকন নিলেন কোনো অভিমান থেকে?
প্রশ্নের উত্তরে গ্লিটজ-এর কাছে আরও ক্ষোভ প্রকাশ করে খোকন বলেন, “এখানে আমার কোনো অভিমান নেই। আমাদের সিনেমাশিল্প নিয়ে শাকিব খান এই ধরনের কথা বলতে পারেন না। সোহানুর রহমান সোহান, এফ আই মানিক-এর মতো গুণী র্নিমাতারা আজকের শাকিব খানকে তৈরি করেছেন। আমার অবদান সেখানে হয়ত খুবই কম। সেই সময় তো বাংলাদেশের কলাকুশলীরাই কাজ করেছেন শাকিব-এর সঙ্গে। সেক্ষেত্রে বাংলাদেশে কলাকুশলী নেই- এই কথা তিনি কিভাবে বলেন?”
তাহলে শাকিব খান-এর বিকল্প হবেন কে? খোকন জানালেন, নতুন প্রজন্মের অভিনেতারাই পূরণ করবেন সেই স্থান।

ছবি: তানজিল আহমেদ জনি
সবকিছু ঠিকঠাক থাকলে ২০১৭ সালে মাহিয়া মাহিকে নিয়ে নতুন সিনেমার কাজ শুরু করার পরিকল্পনার রয়েছে এই নির্মাতার।
তিনি জানান, “২০১৭ সালের প্রথম দিকে আমি নতুন সিনেমা র্নিমান করতে যাচ্ছি। সিনেমার নাম এখনও ঠিক হয়নি। যেখানে নায়ক হিসেবে আরেফিন শুভকে রাথার চিন্তাভাবনা রয়েছে।”
এছাড়াও বতর্মানে তিনি ‘হারজিৎ’ ঘিরে ব্যস্ত সময় পারছেন। সিনেমাটির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, সজল ও মাহিয়া মাহি।
-
অনন্ত জলিলের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ‘হেনস্তা’
-
মুক্তিযুদ্ধ থেকে চর্চার মুক্তিতে আজম খান
-
দর্শকদের টিভি দেখার অভ্যাসটা থাকবেই: বান্নাহ
-
মোবাইল চলচ্চিত্র উৎসবে সেরা ফ্রান্সের ‘দ্য লস্ট পেন’
-
জন্মেছিলেন একজন আজম খান
-
নতুন ধারাবাহিক নিয়ে নাগরিক টিভি
-
ফের বাংলাদেশের চলচ্চিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত
-
অবসরে যাচ্ছেন না এমা ওয়াটসন
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- ৩০ মার্চ খুলবে স্কুল-কলেজ
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- তানভিরের ১৩ উইকেটে ইনিংস ব্যবধানে জয়
- ‘গ্রিজমানকে শাস্তি দেওয়া হয়নি’
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়