মৌনতা ভাঙলেন বব ডিলান

সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণার পর বব ডিলানের নীরবতায় ছড়িয়েছিল নানা গুঞ্জন। দুই সপ্তাহ পর মৌনতা ভেঙেছেন আমেরিকান এই গায়ক; জানিয়েছেন, পুরস্কার গ্রহণ করছেন তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2016, 03:59 AM
Updated : 29 Oct 2016, 04:09 AM

শুক্রবার নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে বব ডিলানের সাড়া পাওয়ার কথা জানায় বলে বিবিসি জানিয়েছে।

 গত ১৩ অক্টোবর পুরস্কার ঘোষণার পর বব ডিলানের কোনো প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছিল না।

এমনকি নোবেল কমিটি যোগাযোগের চেষ্টা চালিয়েও তাকে পাচ্ছিল না। এতে নোবেল কমিটির এক সদস্য ডিলানকে ‘অভব্য’ ও ‘দাম্ভিক’ বলে তিরস্কারও করেছিলেন।

এতে গুঞ্জন ছড়িয়েছিল যে সম্ভবত নোবেল পুরস্কারটি গ্রহণ করছেন না বব ডিলান।   

তবে শুক্রবার ডিলান নিজেই সুইডিশ অ্যাকাডেমির স্থায়ী সম্পাদক সারা দানিয়ুসকে ফোন করেন বলে বিবৃতিতে জানানো হয়।

দানিয়ুসকে ডিলান বলেন, “নোবেল পুরস্কার পাওয়ার খবর আমাকে বাকরুদ্ধ করেছে। আমি এই সম্মান গ্রহণ করছি।”

পুরস্কার গ্রহণ করতে ডিসেম্বরে ডিলান স্টকহোমে যাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

তবে যুক্তরাজ‌্যের দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, সম্ভব হলে ডিলান নিজের হাতেই পুরস্কার নেবেন বলে এক সাক্ষাৎকারে তাদের জানিয়েছেন।

সাক্ষাৎকারে নিজের নোবেল পুরস্কার প্রাপ্তিকে ‘আশ্চর্যজনক, অবিশ্বাস্য’ বলেও মন্তব্য করেন আমেরিকান এই কবিয়াল।

“এটা বিশ্বাস করা কঠিন। কে এমন স্বপ্ন দেখতে পারে?”

‘আমেরিকার সংগীত ঐতিহ‌্যে নতুন কাব‌্যিক মূর্চ্ছনা সৃষ্টির’ জন‌্য ৭৫ বছর বয়সী রক, ফোক, ফোক-রক, আরবান ফোকের এই কিংবদন্তিকে এবার সাহিত‌্যে পুরস্কারের জন‌্য বেছে নেয় নোবেল কমিটি।

এক্ষেত্রে প্রথার বিপরীতে হেঁটেছে এবার নোবেল কমিটি, যা নিয়ে আলোচনা চলছে বিশ্বজুড়ে।