আমরাই মেইনস্ট্রিম: গিয়াস উদ্দিন সেলিম
রুদ্র হক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Oct 2016 07:28 PM BdST Updated: 17 Oct 2016 07:59 PM BdST
২০০০ সাল পরবর্তী ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে দর্শকপ্রিয় ও ব্যাবসাসফল চলচ্চিত্র হিসেবে ‘মনপুরা’ চলচ্চিত্রটিকেই ধরা হয়। সদ্য মুক্তি পাওয়া অমিতাভ রেজার প্রথম সিনেমা ‘আয়নাবাজি’ও হাঁটছে সে পথেই। যৌথ প্রযোজনা আর নকল গল্পের এফডিসি কেন্দ্রিক ছবির বিপরীতে এই ধরণের মৌলিক চলচ্চিত্রের এগিয়ে যাওয়ার বিষয়টিকে কিভাবে দেখছেন ‘মনপুরা’র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম?
গ্লিটজ-এর এমন প্রশ্নে ইতিবাচক সাড়াই মিললো সেলিম-এর কাছ থেকে। দীর্ঘদিন পর দর্শককে হলে ফিরতে দেখে আনন্দিত তিনি। অমিতাভ রেজাকে জানালেন স্যালুট। বললেন, দর্শকের ওপর এখনও পূর্ণ আস্থা আছে তার।
‘আয়নাবাজি’র সাফল্যে দারুন উচ্ছ্বসিত সেলিম।
তার ভাষ্যে, “লোকেরা ঠিক সিনেমা পেলে হলে আসে। তামিল-তেলেগু ছবির রেপ্লিকা হলেই যে মানুষ হলে যায় তা নয় শুধু। গল্প ঠিক থাকলে, লোকাল সিনেমা হলে, ঠিকঠাক সিনেমা হলে, দর্শক যে এখনও সিনেমা দেখতে হলে যায় অমিতাভ এটা দেখিয়েছে।”

শুধু তাই নয়, এফডিসি ঘরানার চলচ্চিত্রকেই শুধু মুলধারা বলার যে রেওয়াজ আছে তা মানতেও খুব নারাজ এ নির্মাতা।
বললেন, “অলটারনেট ফিল্ম বলতে কিছু নাই। আমরাই মেইনস্ট্রিম। ‘মনপুরা’ মেইনস্ট্রিমের সিনেমা ছিলো, ‘আয়নাবাজি’ও মেইনস্ট্রিমের সিনেমা এবং আমার দ্বিতীয় ছবি ‘স্বপ্নজাল’ও মেইনস্ট্রিমের সিনেমাই হবে।”
সার্বিকভাবে চলচ্চিত্রের পরিস্থিতি নিয়েও আশাবাদি এ গুণী নির্মাতা।

‘মনপুরা’র পর গিয়াস উদ্দিন সেলিম নির্মাণ করছেন তার নতুন সিনেমা ‘স্বপ্নজাল’।
নদীতীরবর্তী অঞ্চলে গড়ে ওঠা ইলিশ ব্যবসাকে কেন্দ্র করে গড়ে উঠেছে চলচ্চিত্রটির গল্প। চলতি বছরের ফেব্রুয়ারিতে নদীবেষ্টিত চাঁদপুরে শুটিং শুরু হয় সিনেমাটির। টানা শুটিংয়ের পর কয়েকমাস বিরতি নিয়ে ফের শুরু হচ্ছে চলচ্চিত্রটির শুটিং। এবার কলকাতায়।

‘স্বপ্নজাল’ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়িকা পরীমনি ও নবাগত রোহান। এতে অন্যান্য চরিত্রে আরো অভিনয় করছেন- ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, মিশা সওদাগর, ফারহানা মিঠু, ইরেশ যাকের, মুনিয়া, শাহেদ আলী, আহসানুল হক মিনু প্রমুখ।
-
মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে শিরোনামহীনের কনসার্ট পেছাল
-
‘মুজিব’ সিনেমার সংলাপ লেখা হল কীভাবে, জানালেন সাধনা
-
‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
-
এটা অফিশিয়াল ট্রেইলারই: হাছান মাহমুদ
-
কাজী নজরুল ইসলামের ‘অগ্নিগিরি’ অবলম্বনে নাটক
-
ঢাকায় আসছে টম ক্রুজের ‘টপ গান: ম্যাভেরিক’
-
কৌতুক অভিনেতা আহসান আলীর মৃত্যু
-
সারা জীবনেই তো বেশি কাপড় পরিনি: প্রতিক্রিয়া ম্যাডোনার
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- টেক্সাসের স্কুলে ঢুকে গুলি, ১৯ শিশুসহ নিহত ২১
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- ‘ফাইনালে’ জিম্বাবুয়েকে হারিয়ে নামিবিয়ার ইতিহাস
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- ‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
- মিলার ঝড়ে ফাইনালে গুজরাট টাইটান্স
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া