চলে গেলেন বঙ্গবন্ধুর ‘চাল্লি ফরু’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় অভিনেতাদের একজন মুক্তিযোদ্ধা ফরিদ আলী ওরফে ‘চাল্লি ফরু’ আর নেই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2016, 02:00 PM
Updated : 23 August 2016, 11:06 AM

প্রয়াতের ছোট ছেলে ইমরান আলী জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজধানীর শেরেবাংলা নগরের হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৪টায় তার বাবা মারা গেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

তিনি জানান, মঙ্গলবার বাদ জোহর চ্যানেল আই কার্যালয়ে তার প্রথম জানাজা হবে। এরপর তার দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে দ্বিতীয় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

ফরিদ আলী ফুসফুস, হার্টসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মৃতুর আগ পর্যন্ত তিনি হৃদরোগ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. আবদুল কাদের আখন্দের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

জয় বলেন, “গত ১৯ আগস্ট আমরা বাবা ও মায়ের ৪১ তম বিবাহবার্ষিকীর আয়োজন করছিলাম। এদিন সন্ধ্যায় হঠাৎ বাবা চিৎকার করে ওঠে। তার সারা শরীর ঘামতে থাকে। সাথে সাথে আমরা বাবাকে ওয়ারিতে বারডেম হাসপাতালে নিয়ে যাই। পরে তাকে হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করি।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তায় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউতে চিকিৎসা চলছিল ফরিদ আলীর।

বিটিভির প্রথম নাটক ‘একতলা দোতলার’ অভিনেতা ফরিদ আলী সত্তর ও আশির দশকের নাটকে কৌতুক অভিনয়ে জয় করে নেন দর্শকরা।

১৯৬২ সালে ‘কনে দেখা’ নাটকের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেতা ফরিদ আলী।

অভিনেতা ফরিদ আলী ১৯৬৬ সালে আমজাদ হোসেনের ‘ধারাপাত’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় কাজ করতে শুরু করেন। তিনি অভিনয় করেছেন ‘জীবন তৃষ্ণা’, ‘স্লোগান’, ‘চান্দা’, ‘দাগ’, ‘অধিকার’সহ অসংখ্য সিনেমা।

শুধু অভিনয় নয়, নাটক লেখা ও নির্দেশনায়ও সিদ্ধহস্ত ছিলেন এই শিল্পী। তার লেখা প্রথম টিভিনাটক ‘নবজন্ম’।