‘ক্ষত’: যৌনতা আর বিশ্বাসঘাতকতার গল্প
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2016 07:09 PM BdST Updated: 27 Jun 2016 07:09 PM BdST
প্রথমবারের মত বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন টালিগঞ্জের তারকা অভিনেতা প্রসিনজিৎ এবং এসময়ের সাড়া জাগানো অভিনেত্রী পাওলি দাম। কমলেশ্বর মুখার্জি পরিচালিত ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমা 'ক্ষত'-তে দুই ভিন্ন প্রজন্মের জনপ্রিয় এই দুই তারকা ছাড়া আরও আছেন অভিনেত্রী রাইমা সেন। সম্প্রতি মুক্তি পেয়েছে সিনেমাটির শ্বাসরুদ্ধকর এক ট্রেইলার।
একই সিনেমায় জোট বাঁধতে যাচ্ছেন পাওলি-প্রসেনজিত-রাইমা, এমন খবরে টালিগঞ্জের সিনেমা ভক্তরা মুখিয়ে ছিলেন তাদের একঝলক দেখবার জন্য। দু মিনিট পাঁচ সেকেন্ডের ট্রেইলারের পুরোটাই ঠাঁসা রহস্যঘেরা গল্পের জটে; যেখানে যৌনতার আবেদনের সঙ্গে রয়েছে জীবন-মৃত্যুর মরণখেলাও।
ট্রেইলার মুক্তির সঙ্গে সঙ্গেই ইউটিউবে ভিড় করেছেন ভক্তরা, ট্রেইলারটি একদিনেই দেখা হয়ে গেছে ৩৭ হাজারবার।
ট্রেইলারটি নিজের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন ৫৩ বছর বয়সী প্রসেনজিৎ। সঙ্গে লিখেন, "জুলাইয়ে মুক্তি পেতে যাওয়া 'ক্ষত' প্রেম, যৌনকামনা, ঘৃণা আর বিশ্বাসঘাতকতার মিশেলে এক সিনেমা। বহু প্রতীক্ষিত ট্রেইলারটি নিয়ে এলাম এবার।"
প্রসেনজিৎ এই সিনেমায় অভিনয় করেছেন একজন লেখকের চরিত্রে, যার রয়েছে রহস্যময় এক ক্ষমতা। তিনি তার লেখা দিয়েই বলে দিতে পারেন, কি অপেক্ষা করছে ভবিষ্যতে।
একটি মাত্র সংলাপেই নিজের চরিত্রের গভীরতা তুলে ধরেন তিনি।"লোকে যেটা বলে, আমি সেটা করিনা। আমি যেটা লিখি, সেটা লোকে করে।"
ট্রেইলার বলছে, ত্রিভুজ প্রেমের এক জটিল সম্পর্কে দেখা যাবে পাওলি দাম, প্রসেনজিত এবং রাইমা সেনকে। দেখা মিলেছে প্রসেনজিৎ এবং পাওলির ঘনিষ্ঠ এক চুম্বন দৃশ্যেরও।
মহানায়িকা সুচিত্রা সেন-এর নাতনি রাঈমা সেনের সঙ্গে এটি তৃতীয় সিনেমা হলেও পাওলি দামের সঙ্গে 'ক্ষত'ই হতে যাচ্ছে প্রসেনজিৎ- এর প্রথম সিনেমা।
এই মূহুর্তে সত্যজিৎ রায় এর 'মহানায়ক' অবলম্বরে নির্মিত টিভি সিরিজে কাজ করছেন পাওলি। বড় পর্দায় একসঙ্গে অভিষেক তো হচ্ছেই, ছোটপর্দায় ও স্টার জলসার এই সিরিজে তাঁর বিপরীতে আছেন প্রসেনজিৎও। ২৭ শে জুন থেকে প্রচারিত হবে সিরিজটি।
-
ব্যাটম্যান যখন ভিলেন
-
ওয়ারসাইট ব্যান্ডের এক যুগ পূর্তি
-
রূপকথার রাজকুমার- ওয়াসীম
-
স্মৃতির পাতায় থাকুক ‘মিষ্টি মেয়ে’ কবরী
-
চলচ্চিত্র পুরস্কার নিয়ে বাবার আক্ষেপ ছিল: ওয়াসীমের ছেলে
-
কোভিড-১৯: মারা গেছেন সাংবাদিক-সংগঠক শফিউজ্জামান খান লোদী
-
কোভিড-১৯: চলে গেলেন অভিনেতা এস এম মহসীন
-
হিরোদের স্মৃতিপটে প্রথম সে হিরোইন
সর্বাধিক পঠিত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- সুপার লিগে রিয়াল-বার্সাসহ ১২ ক্লাব, ফুটবল বিশ্বে ঝড়
- মামুনুলের ৩ বিয়ে, কাবিন একটির: পুলিশ
- লকডাউন বাড়ছে এক সপ্তাহ: প্রতিমন্ত্রী ফরহাদ
- কোভিড-১৯: দ্বিতীয় ঢেউ ঠেকাতে যে কারণে ব্যর্থ ভারত
- মামলার পর বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন নূর
- গ্রেপ্তার বন্ধের দাবি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজত নেতারা
- ঈদের আগে লকডাউন শিথিলের ভাবনা রয়েছে: কাদের
- কোভিডে আক্রান্ত ব্যাংককর্মীর ক্ষতিপূরণ নেই, মৃত্যুতে সর্বোচ্চ ৫০ লাখ টাকা
- চিকিৎসক-পুলিশ পাল্টাপাল্টি বিবৃতি