পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তারকাদের হারজিত

নিজের খ্যাতি এবং জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে রাজনীতিতে এসেছেন বিশ্বের অনেক তারকাই। ভারতেরবিনোদন জগতেও এই ইতিহাস বেশ দীর্ঘ।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 10:21 AM
Updated : 21 May 2016, 04:02 AM

এবার সেই তালিকা আরও দীর্ঘতর করলেন সোহাম চক্রবর্তী, রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চ্যাটার্জি, সৌমিত্র রায়রা। এবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে প্রথমবারের মতো নির্বাচনে লড়েছেন তারা। এদের সঙ্গে যোগ দিয়েছেন অভিজ্ঞরাও।

দেবশ্রী রায়— জয়ী

তৃণমূল কংগ্রেস দলের মনোনয়ন নিয়ে রায়দিঘী আসনে জয়ী হয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা দেবশ্রী রায়। তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লাখেরও বেশি, এই আসনের জন্য তাকে লড়তে হয়েছে আরও ৮ জন প্রার্থীর সঙ্গে। ২০১১ সালে অনুষ্ঠিত আগের নির্বাচনে দেবশ্রী একই আসনে নিকটতম প্রতিদ্বন্দীর চেয়ে ৩ শতাংশ বেশি ভোটে জিতেছিলেন।

চিরঞ্জিৎ চক্রবর্তী— জয়ী

জয়টা যেন ভাল করেই রপ্ত করে নিয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। ২০১১ সালের পর তৃণমূল কংগ্রেস দলের মনোনয়ন নিয়ে বারাসাত আসনে আরও একবার জয়ী হলেন এই অভিনেতা।

সোহম চক্রবর্তী— জয়ী

নির্বাচনে দাঁড়ানোর পরপরই তাকে নিয়ে ভক্তদের হইচই ছিল তুঙ্গে, বলা যায় বিজয় যেন অনেকটা নিশ্চিত ছিল সোহমের জন্য। তৃণমূল কংগ্রেস দলের মনোনয়ন নিয়ে বড়জোড়া আসনে লড়ে প্রথমবারের মতো জয়ী হয়েছেন এই সময়ের আলোচিত নায়ক সোহাম চক্রবর্তী। ৫ জন প্রার্থীর সঙ্গে লড়ে প্রায় ৮৬ হাজার ভোট পেয়েছেন তিনি।

রূপা গঙ্গোপাধ্যায়— পরাজিত

বিজেপির মনোনয়ন নিয়ে হাওড়া উত্তর আসনে বিধায়ক পদে লড়েছেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। কিন্তু প্রথমবারেই পেয়েছেন পরাজয়ের স্বাদ। তবে রূপাকে টক্কর দেয়া প্রার্থীর সংখ্যাও কিন্তু কম ছিল না। ১৪ জন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়ে৩১ হাজারের মতো ভোট পেয়ে তৃতীয় স্থান দখল করেছেন রূপা।

লকেট চট্টোপাধ্যায়— পরাজিত

বিজেপির মনোনয়ন নিয়ে ময়ূরেশ্বর আসনে বিধায়ক পদে প্রথমবারের মতো লড়েছেন জনপ্রিয় নায়িকা লকেট চট্টোপাধ্যায়। কিন্তু প্রচার চলাকালীন সময়ে বাঁধা দিয়ে বিতর্কের মুখেপড়ার পর তার ফল প্রতিফলিত হয়েছে লকেটের ভাগ্যেও। ৮ জন প্রার্থীর সঙ্গে লড়ে জিততে পারেননি এই নায়িকা, তবে  ভোট পাওয়ার দিক থেকে তৃতীয় স্থান দখল করেছেন।

সৌমিত্র রায়— পরাজিত

তৃণমূল কংগ্রেসের মনোনয়ন নিয়ে চাঁচাল আসনে বিধায়ক পদে লড়েছেন ‘ভূমি’ ব্যান্ড খ্যাত সংগীতশিল্পী সৌমিত্র রায়। গান দিয়ে শ্রোতা মাতালেও অল্পের জন্য নির্বাচনী পরীক্ষায় উতরে যেতেপারলেন না। ৪০হাজারেরও বেশি ভোট পেয়ে দ্বিতীয় স্থান দখল করেছেন। তার আসনে মোট প্রার্থী ৫ জন।