এ.আর রাহমানের সুরে পেলের ফুটবল জাদু

বর্ণাঢ্য এক ফুটবল ক্যারিয়ারে একের পর এক ট্রফি থেকে শুরু করে কোটি ভক্তের হৃদয়-- কোনো কিছুই আর জয় করা বাকি নেই ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী পেলের। এবার তার অনবদ্য ক্যারিয়ারকে তুলে ধরা হবে রূপালি পর্দায়, যেখানে সংগীত পরিচালনার দায়িত্ব পেয়েছেন এ.আর রহমান। 

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 09:11 AM
Updated : 20 May 2016, 02:06 PM

সম্প্রতি পেলের আত্মজীবনীমূলক সিনেমা ‘পেলে:​দ্য বার্থ অফ এ লেজেন্ড’-এর টাইটেল গানটির কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন এই অস্কারজয়ী-শিল্পী।

‘জিঙ্গা’ গানটি সুর করা হয়েছে ব্রাজিলের উৎসবমুখর মানুষের উদযাপনের ছন্দে ছন্দে, যে ছন্দ পাওয়া যেত পেলের ফুটবল শৈলীতে। এক মিনিট চল্লিশ সেকেন্ডে ‘জিঙ্গা’ গানটির পাশাপাশি দেখানো হয়েছে ব্রাজিলের এক ফুটবল পাগল কিশোরের ‘পেলে’ হয়ে ওঠার গল্প। বাদ যায়নি ব্রাজিলের সৌন্দর্য্যময় সংস্কৃতির প্রদর্শনও। আর এই টিজারের মাধ্যমেই এরকম একটি সিনেমা কাজ করার ব্যাপারে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন এ.আর রহমান।

তার সংক্ষিপ্ত বার্তাও ছিল পেলেকেন্দ্রীক, যিনি ফুটবল দিয়ে একীভূত করেছেন সম্পূর্ণ ব্রাজিলকে। জানান, “কিংবদন্তীদের জন্য সুর করা প্রতিদিন হয় না। আমরা এখানে পেলেকে নিয়ে কথা বলছি, যিনি সমগ্র বিশ্বের মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছেন... শুধু ক্রীড়াব্যক্তিত্বদের নয়... মানবতার শক্তিতে বিশ্বাসী প্রত্যেকটি মানুষের কাছে তিনি অনুপ্রেরণা হয়ে থেকেছেন।”

ব্রাজিলের উৎসব আবহ নিজ গানে নিয়ে আসার ব্যাপারেও কথা বলেন তিনি, “শেষ তিন বছর ধরে বিভিন্ন ধারার সংস্কৃতির ধারা নিয়ে প্রজেক্ট করছি এবং ব্রাজিলের সংস্কৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে, তাদের দৈনন্দিন জীবনের ছন্দ খুঁজে বের করা আসলেই দারুণ একটি ব্যাপার ছিল।”

ব্রাজিলে সাও পাওলোর এক এঁদো বস্তিতে থেকেও এক কিশোর স্বপ্ন দেখে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জেতার। সে স্বপ্নে বিভোর পেলে নিজেকে ছাড়িয়ে যাওয়ার এক ক্ষুধা নিয়ে প্রবেশ করে ফুটবল জগতে।

‘পেলে​:​ দ্য বার্থ অফ এ লেজেন্ড’ মূলত পেলের কৈশোর বয়স থেকে তার বিশ্বকাপ জেতার ইতিহাসকে তুলে আনবে আত্মজীবনীমূলক গল্পের ধাঁচে।

পেলেকে নিয়ে গাওয়া গানটির টিজার নিজের ফেইসবুকেও শেয়ার করেন ৪৯ বছর বয়সী রহমান। সেখানে তিনি লেখেন, “পেলের সুর প্রকাশ করতে পেরে দারুণ উচ্ছ্বসিত এবং আনন্দিত।”

এদিকে পেলের জীবনের সংগ্রামের সঙ্গে নিজের জীবনের কিছু মিলও খুজে পেয়েছেন অস্কারজয়ী এই তারকা। সংগীত কিংবদন্তী এ.আর রাহমানের মতে, পেলে এখন পর্যন্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার। জানান, পেলের বাবা একজন ফুটবল খেলোয়াড় হলেও শেষ সাফল্যের দেখা কখনও পাননি, তেমনি রহমানের বাবাও অনেক নির্মাতাদের আবহ সংগীত তৈরিতে সহায়তা করলেও নিজের সবচেয়ে বড় সিনেমা মুক্তির দিনই তিনি মারা যান। শুনে যেতে পারেননি তার রেখে যাওয়া গানের সুরগুলো।

তবে এ.আর রহমানের দৃঢ় বিশ্বাস, পেলেকে নিয়ে নির্মিত সিনেমাটি যেকোন বাবাকেই অনুপ্রেরণা জোগাবে এই দর্শন থেকে, যখন তার নিজের সন্তানরা তার রেখে যাওয়া স্বপ্নগুলোকে সত্যি করার জন্য চেষ্টা করবে।

কিংবদন্তী সংগীত তারকা এ.আর রাহমানের মতে, পেলেই এখন পর্যন্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবল তারকা।

জেফ এবং মাইকেল জিম্বালিস্ট নির্মিত ‘পেলে:​ বার্থ অফ এ লেজেন্ড’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কেভিন ডি পলা, ভিনসেন্ট ডি অনফোরিও,ডিয়েগো বোনেটা এবং কোম মেনে।