“বেছে নাও জীবন, বেছে নাও চাকরি, বেছে নাও ক্যারিয়ার... কিন্তু কেনই বা আমি এসব করতে যাবো?”এমনই তীক্ষ্ণ এবং ঝাঁঝাঁলো এক সংলাপ দিয়ে শুরু হয়েছিল ডার্ক কমেডিধর্মী সিনেমা ‘ট্রেইনস্পটিং’। মুক্তবাজার অর্থনীতির দুর্দশায় জর্জরিত এডিনবার্গের একদল নেশাগ্রস্ত তরুণের অগোছালো জীবনের গল্প নিয়ে ড্যানি বয়েল নির্মাণ করেছিলেন সিনেমাটি। ১৯৯৬ সালের সিনেমাটি সেই থেকে তৈরী করে নিয়েছে আলাদা এক ভক্তশ্রেণি; যারা অনেকদিন ধরেই অপেক্ষায় ছিলেন রেনটন, স্পাড, ফ্র্যাঙ্কো আর টমির প্রত্যাবর্তনের।
সিনেমাটির ভক্তদের জন্য তাই এই টিজার হয়ে এসেছে দারুণ সুখবর হিসেবে। সিনেমার প্রধান চরিত্র অস্থির রেনটন হিসেবে ইওয়ান ম্যাকগ্রেগর তো ফিরছেনই, সঙ্গে ফিরছেন ইওয়েন ব্রেমার, জনি লি মিলার এবং রবার্ট কারলাইল।
সেই সঙ্গে ‘স্লামডগ মিলিওনিয়ার’ খ্যাত ড্যানি বয়েলই থাকছেন এই সিনেমার নির্মাতার আসনে।‘ট্রেইনস্পটিং’ ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটের সেরা ১০০’র তালিকায় রয়েছে দশম স্থানে।
সিনেমার শুটিংয়ের কাজ শুরু হবে মে মাসের ১৬ তারিখে, আর সিনেমাটি মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে ২০১৭ সালের ১৭ জানুয়ারি।