‘মাহি, পরিমণিদের সিনেমা ব্যবসা করছে না’

চলতি বছরে এখনও পর্যন্ত মুক্তি পেয়েছে শাকিব খানের একটিই সিনেমা। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী দুই’-এ শাকিবের বিপরীতে ছিলেন জয়া আহসানের মতো নায়িকা, তবুও বক্স অফিসে আশানুরূপ ফল পায়নি সিনেমাটি। এ কারণেই কি নতুন মুখের সন্ধানে বেরিয়েছেন এই নায়ক?  

তানজিল আহমেদ জনিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2016, 07:03 AM
Updated : 20 May 2016, 08:40 AM

শাকিবের নতুন সিনেমা ‘বসগিরি’তে অভিনয় করছেন শবনম ইয়াসমিন বুবলী, ঢাকাই সিনেমায় এটাই হবে যার প্রথম উপস্থিতি। অপু বিশ্বাস, মাহিয়া মাহিদের মতো প্রতিষ্ঠিত অভিনেত্রী কিংবা পরীমণির মতো আলোচিত নায়িকা থাকার পরেও নতুন মুখ কেন?

এই প্রশ্নের উত্তরে শাকিবের সাফ জবাব, “মাহি কিংবা পরিমণির সিনেমা ব্যবসা করছে না। এ কারণে শুধু আমি নই, নতুন মুখের সন্ধান সবাই করছে।” 

প্রথমে অবশ্য সিনেমাটিতে বুবলী নন, কেন্দ্রীয় চরিত্রে কাজ করার কথা ছিল শাকিবের দীর্ঘদিনের সহকর্মী অপু বিশ্বাসেরই। কিন্তু শুটিংয়ের আগে হঠাৎ করেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সিনেমা থেকে নিজেকে সরিয়ে নেন তিনি। এ নিয়ে সিনেপাড়ায় তৈরি হয় নানা গুঞ্জন। শোনা যাচ্ছিল, দৈহিক আকারের দিক থেকে সিনেমাটিতে অভিনয়ের‘যোগ্য’ নন বলেই সিনেমাটি থেকে সরে গেছেন অপু।

এ ব্যাপারে শাকিব বলেন, “অপু বিশ্বাস নিজেই এই সিনেমায় কাজ করতে চাননি। তিনি চেয়েছেন নিজেকে নতুন ভাবে সিনেমায় উপস্থাপনের জন্য। এর জন্য সময় দরকার তার। তিনি যে এত কিছু ভেবেছেন, চিন্তা করছেন এজন্য তাকে ধন্যবাদ।” 

বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে তিনি আরও বলেন, “‘কোটি টাকার কাবিন’ সিনেমায় অন্য নায়িকার বদলে অপু বিশ্বাস অভিনয় করেছেন। আমার এমন কিছু সিনেমা রয়েছে যেখানে অন্য নায়কের পরিবর্তে সিনেমায় আমি অভিনয় করেছি। আবার এমন কিছু সিনেমা ছিল যেখানে আমার জায়গায় অন্য নায়ক অভিনয় করেছেন। আসলে এটা কোন ব্যাপার না। মূল কথা হলো, কাজটা কেমন হবে।”

শামীম আহমেদ রনির নির্মিতব্য ‘বসগিরি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব। সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, “‘বসগিরি’ সামাজিক রোমান্টিক ঘরানার সিনেমা। এটা কোন অ্যাকশনধর্মী সিনেমা নয়। এটা একটা রোমান্টিক কমেডি।”