শাকিবের নতুন সিনেমা ‘বসগিরি’তে অভিনয় করছেন শবনম ইয়াসমিন বুবলী, ঢাকাই সিনেমায় এটাই হবে যার প্রথম উপস্থিতি। অপু বিশ্বাস, মাহিয়া মাহিদের মতো প্রতিষ্ঠিত অভিনেত্রী কিংবা পরীমণির মতো আলোচিত নায়িকা থাকার পরেও নতুন মুখ কেন?
এই প্রশ্নের উত্তরে শাকিবের সাফ জবাব, “মাহি কিংবা পরিমণির সিনেমা ব্যবসা করছে না। এ কারণে শুধু আমি নই, নতুন মুখের সন্ধান সবাই করছে।”
এ ব্যাপারে শাকিব বলেন, “অপু বিশ্বাস নিজেই এই সিনেমায় কাজ করতে চাননি। তিনি চেয়েছেন নিজেকে নতুন ভাবে সিনেমায় উপস্থাপনের জন্য। এর জন্য সময় দরকার তার। তিনি যে এত কিছু ভেবেছেন, চিন্তা করছেন এজন্য তাকে ধন্যবাদ।”
শামীম আহমেদ রনির নির্মিতব্য ‘বসগিরি’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন শাকিব। সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, “‘বসগিরি’ সামাজিক রোমান্টিক ঘরানার সিনেমা। এটা কোন অ্যাকশনধর্মী সিনেমা নয়। এটা একটা রোমান্টিক কমেডি।”