ঢাকাই সিনেমায় আরেক টালি তারকা
তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2016 01:16 PM BdST Updated: 03 Apr 2016 07:12 PM BdST
ঢাকাই সিনেমায় টালিগঞ্জের তারকাদের উপস্থিতি এখন আর চমক জাগায় না। এবার নতুন আরেক টালি তারার উদয় ঘটলো বাংলাদেশি সিনেমার আকাশে। সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় ‘বাষ্পস্নান’ সিনেমায় অভিনয় করছেন পশ্চিমবঙ্গের অভিনেতা সমদর্শী দত্ত।
ভারতের তারকা দিয়ে সিনেমার জৌলুস বাড়ানোর চেষ্টা নাকি গল্পের প্রয়োজনে সমদর্শীকে নির্বাচন এমন প্রশ্নের উত্তরে গ্লিটজকে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড বললেন,“ সিনেমার গল্পের চরিত্রের প্রয়োজন ছাড়া কখনোই কোনো শিল্পীকে আমার সিনেমায় আমি কাস্টিং করি না। চরিত্রের প্রয়োজনেই সমদর্শীকে র্নিবাচন করা হয়েছে। সমদর্শীর মতো একজন অভিনেতাকে আমার গল্পের জন্যই খুব প্রয়োজন ছিলো। সাধারণত যৌথ প্রযোজনার ক্ষেত্রে ভারতীয় শিল্পী নির্বাচনের জোয়ারের বিষয়টি আসে। আমি তো কোনো যৌথ প্রযোজনার কাজ করছি না। একেবারেই সিনেমার গল্পের প্রয়োজনেই সমদর্শী সঠিক কাস্টিং।”
সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশি অভিনেত্রী আইরিন। আইরিনকে বেছে নেয়ার কারণ হিসেবে ডায়মন্ড বললেন,“সিনেসার গল্পের সাথে আইরিন উপযুক্ত বলেই তাকে নেয়া হয়েছে।”

২০১১ সালে অনুসূয়া রায় চৌধুরীর ‘হিং টিং ছট’ সিনেমার মাধ্যমে টালিগঞ্জের বাংলা সিনেমায় অভিষিক্ত হন সমদর্শী দত্ত। ভিন্ন ধারার সিনেমাগুলোতে অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যেই টালিগঞ্জে বেশ জনপ্রিয়তা পেয়েছেন এই সুদর্শন নায়ক। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে ‘ইচ্ছে’, ‘খোলা হাওয়া’, ‘কিডন্যাপার’,‘তবে তাই হোক’,‘ভূতের ভবিষ্যৎ’, ‘ডামাডোল’, ‘শেষ অঙ্ক’ ইত্যাদি।
-
গাফফার চৌধুরীকে স্মরণ করলেন পরীমনি
-
‘বাংলাদেশ যতদিন থাকবে, গানটি ততদিন থাকবে’
-
গাফফার চৌধুরীর যে ইচ্ছা অপূর্ণ থেকে গেল
-
বাংলাদেশে ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন মীম
-
একুশের সেই অবিনাশী গান যেভাবে এল
-
গ্রাহক হারিয়ে কর্মী ছাঁটাইয়ে নেটফ্লিক্স
-
অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে কী কথা হল, জানালেন অনন্ত জলিল
-
কানের লাল গালিচায় সুলতান সুলেমানের ‘হুররাম’
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- ডলারের তেজ খানিকটা কমল
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘সালিশে ক্ষুব্ধ’: চেয়ারম্যানের ছেলেকে ‘হত্যার পর আত্মহত্যা’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- শেষের নাটকীয়তায় হেরে কলকাতার বিদায়
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার