আবার প্রেমে পড়েছেন অভিনেত্রী পায়েল সরকার। টালিগঞ্জের এই সুন্দরী একা হওয়ার পর যারা আশায় বুক বেঁধেছিলেন তাদের হতাশার কারণ পরিচালক আবির সেনগুপ্ত।
Published : 22 Mar 2016, 04:30 PM
টাইমস অফ ইন্ডিয়াকে পায়েল বলেন, “আগের সম্পকর্ নিয়ে আমি কখনোই প্রকাশ্যে কথা বলিনি। কারণ সম্পর্কটা কোন দিকে যাচ্ছে সে সম্পর্কে তখন আমি নিশ্চিত ছিলাম না। কিন্তু আবিরকে নিয়ে আমি পুরো নিশ্চিন্ত।”
আবিরের সম্পর্কে পায়েল আরো বলেন, “আবির জানে সে একজন অভিনেত্রী সঙ্গে প্রেম করছে, এ নিয়ে তার মধ্যে কোনো শঙ্কা নেই। একে অন্যের অতীত নিয়েও আমরা দুজনেই সচেতন। সে আমার সবই বোঝে, এমনকি নীরবতাও।”
ভাবছেন, বছর দুয়েকের মধ্যেই বিয়েটাও সেরে ফেলবেন।
কিন্তু দুজনে থাকেন ভারতের দুই প্রান্তে। আবির মুম্বাইয়ে আর পায়েল কলকাতায়। কিছুদিন আগে অবশ্য পায়েল মুম্বাই থেকে ঘুরে এলেন। দেখা যাক, এ সম্পকর্ের পরিণতি কি হয়!