টালিগঞ্জের ভিন্ন ধারার সিনেমার প্রতিষ্ঠিত অভিনেত্রী পাণর্ো মিত্র প্রথমবারের মতো অভিনয় করতে চলেছেন বাংলাদেশি সিনেমায়। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’(নো বেড অব রোজেস) সিনেমায় ইরফান খান ছাড়াও কাজ করবেন 'রঞ্জনা আমি আর আসবো না' খ্যাত এই অভিনেত্রী। প্রতিবেশী দেশের এই অভিনেত্রী মনে করেন কোনো সীমানায় সিনেমা বাঁধা পড়ে না।
Published : 22 Mar 2016, 04:05 PM
পাণর্ো বলেন, “ আসলে সিনেমা হলো অনেক বড় একটি বিষয়। এখানে কোনো দেয়াল নেই। এমনি ভাষার দিক থেকেই সিনেমাতে কোনো দেয়াল থাকে না কিংবা সিনেমাকে বিভক্ত করা যায় না। তাছাড়া আপনাদের মতো আমার মাতৃভাষাও বাংলা। সে দিক থেকেই কোনো অসুবিধা নেই।”
‘ডুব’ সিনেমার অংশ কিভাবে হলেন সেটাও জানালেন পাণর্ো, “ ফারুকীর সাথে দেখা হওয়ার পর আমি স্ক্রিন টেস্ট দেই। তারপর তার সাথে গল্প করা শুরু করলাম। এরপর তিনি আমাকে ‘ডুব’ সিনেমায় কাস্টিংয়ের সিদ্ধান্ত নিলেন। এভাবেই হয়ে গেলাম ‘ডুব’-এর সঙ্গী।”