প্রায় দু বছর পর বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকতে ফিরছে ক্লেমন মেগা বিচ কার্নিভাল। স্বাধীনতা দিবস সামনে রেখে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের সফট ড্রিঙ্কস ক্লেমনের আয়োজনে এবার বসছে এই কার্নিভালের ৭ম আসর।
Published : 22 Mar 2016, 01:33 PM
২৪ মাচর্ শুরু হচ্ছে উৎসব। তিনদিনব্যাপী এই আয়োজনে বরাবরের মতো এবারও দর্শনার্থীদের জন্য থাকছে দারুণ সব চমক। প্রতিবারের মতো এবারও উৎসবের মূল আকর্ষণ বিচ কনসার্ট। এছাড়াও থাকছে আকষণর্ীয় কিছু গেইম শো ও আতশবাজীর আয়োজন।
এবারের বিচ কনসার্টে অংশ নেবে ইনসাইড ইউ, শিরোনামহীন, অর্থহীন এবং ওয়ারফেইজ। ইউনাইটেড ইউ, শিরোনামহীন এবং ওয়ারফেইজ আগে পারফমর্ করলেও এবার প্রথমবারের মতো পারফর্ম করবে অর্থহীন।
তিনদিনব্যপী এই আয়োজনের পদর্া নামবে ২৬ মার্চ।