জাতীয় চলচ্চিত্র পুরস্কার মৌসুমী মিম ফেরদৌসের
নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Feb 2016 06:18 PM BdST Updated: 25 Feb 2016 10:17 PM BdST
ধর্মের ঘোমটা আঁটা গ্রাম্য রাজনীতির মুখোশ খোলার চলচ্চিত্র ‘বৃহন্নলা’ জিতে নিয়েছে ২০১৪ সালের সেরা চলচ্চিত্রের জাতীয় পুরস্কার; আর মুক্তিযুদ্ধের কাহিনিচিত্র ‘মেঘমল্লার’-এর জন্য জাহিদুর রহিম অঞ্জন সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন।
‘তাঁরকাটা’ নায়িকা না হয়েও সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন মৌসুমী। সে সিনেমার নায়িকা হিসেবে স্বীকৃতি না পেলেও ‘জোনাকির আলো' সিনেমায় অভিনয়ের জন্য বিদ্যা সিনহা মিম ভাগ বসিয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারে।
আর ‘এক কাপ চা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করা ফেরদৌস আহমেদ শ্রেষ্ঠ অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন।
চলচ্চিত্র শিল্পে ‘গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের’ স্বীকৃতি হিসেবে এবার অভিনেতা সৈয়দ হাসান ইমাম ও অভিনেত্রী রানী সরকারকে দেয়া হচ্ছে আজীবন সম্মাননা।
তথ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার ২৬টি বিভাগে এই পুরস্কারের জন্য নির্বাচিতদের নাম ঘোষণা করে।
মাসুদ পথিক পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ এবার সর্বোচ্চ পাঁচটি বিভাগে পুরস্কার পেয়েছে। পুরস্কারের দৌড়ে সামান্য পিছিয়ে আছে সৈকত নাসির পরিচালিত ‘দেশা-দ্য লিডার’। চারটি বিভাগে পুরস্কার পেয়েছে।
এ ছবিতে ‘পতাকাটা খামচাতে কখনো আসে যদি’ গানটির জন্য জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমস শ্রেষ্ঠ গায়কের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছেন এবার। আর খলচরিত্রে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন তারিক আনাম খান।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক মুরাদ পারভেজ তার দ্বিতীয় ছবি ‘বৃহন্নলা’ নির্মাণ করেছেন সরকারি অনুদানে। শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ মোট তিনটি বিভাগে পুরস্কার পেয়েছে এ ছবি।
শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পাওয়া জাহিদুর রহিম অঞ্জনেরও ‘মেঘমল্লার'ও সমান সংখ্যক পুরস্কার পেয়েছে এবার।
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক ও শিশু শিল্পীর পুরস্কার জিতেছেন মোহাম্মদ হোসেন জেমী ও আবির হোসেন অংকন। বৈষম্য চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন তারা। এই চলচ্চিত্রটির নির্মাতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ইংলিশ সার্ভিসের প্রধান অ্যাডাম ডৌলা।


কে কোন বিভাগে সেরা
আজীবন সম্মাননা: ১. সৈয়দ হাসান ইমাম ২. রানী সরকার
শ্রেষ্ঠ চলচ্চিত্র: বৃহন্নলা
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: গাড়িওয়ালা
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক- জাহিদুর রহিম অঞ্জন (মেঘমল্লার)
শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্রে: ফেরদৌস আহমেদ (এক কাপ চা)
শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্রে (যৌথভাবে): ১. মৌসুমী (তাঁরকাটা) ২. বিদ্যা সিনহা মিম (জোনাকির আলো)
শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব-চরিত্রে: ডা: এজাজ ইসলাম (তাঁরকাটা)
শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব-চরিত্রে: চিত্র লেখা গুহ (৭১ এর মা জননী)
শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে: তারিক আনাম খান (দেশা দ্যা লিডার)
শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে: মিশা সওদাগর (অল্প অল্প প্রেমের গল্প)
শ্রেষ্ঠ শিশু শিল্পী: আবির হোসেন অংকন (বৈষম্য)
শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার: মারজান হোসাইন জারা (মেঘমল্লার)
শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক: ড. সাইম রানা (নেকাব্বরের মহাপ্রয়াণ)
শ্রেষ্ঠ গায়ক: মাহফুজ আনাম জেমস (দেশা দ্যা লিডার)
শ্রেষ্ঠ গায়িকা: (যৌথভাবে)- ১. রুনা লায়না (প্রিয়া তুমি সুখী হও), ২. মমতাজ (নেকাব্বরের মহাপ্রয়াণ) শ্রেষ্ঠ গীতিকার: মাসুদ পথিক (নেকাব্বরের মহাপ্রয়ান)
শ্রেষ্ঠ সুরকার: বেলাল খান (নেকাব্বরের মহাপ্রয়াণ)
শ্রেষ্ঠ কাহিনীকার: মুরাদ পারভেজ, (বৃহন্নলা)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: সৈকত নাসির (দেশা দ্যা লিডার)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: মুরাদ পারভেজ (বৃহন্নলা)
শ্রেষ্ঠ সম্পাদক: তৌহিদ হোসেন চৌধুরী (দেশা দ্যা লিডার)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: মারুফ সামুরাই (তাঁরকাটা)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: মোহাম্মদ হোসেন জেমী (বৈষম্য)
শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রতন পাল (মেঘমল্লার)
শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা: কনক চাঁপা চাকমা (জোনাকির আলো)
শ্রেষ্ঠ মেক-আপম্যান: আবদুর রহমান (নেকাব্বরের মহাপ্রয়াণ)
-
মাদককাণ্ডের তদন্তে শাহরুখপুত্র আরিয়ানের দোষ মেলেনি
-
পল্লবী-বিদিশার পর মঞ্জুষার ঝুলন্ত লাশ
-
১০০ ঘণ্টায় শেষ হল হার্ড-ডেপ মামলার সাক্ষ্যগ্রহণ
-
মার্শে দ্যু ফিল্মে কাদের সিনেমা যায়, কীভাবে যায়
-
মামলা তুলে নিল নগরবাউল ও মাইলস
-
মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে শিরোনামহীনের কনসার্ট পেছাল
-
‘মুজিব’ সিনেমার সংলাপ লেখা হল কীভাবে, জানালেন সাধনা
-
‘ভিউ’ বাড়াতে আমার মৃত্যুর গুজব ছড়াচ্ছে: হানিফ সংকেত
-
মাদককাণ্ডের তদন্তে শাহরুখপুত্র আরিয়ানের দোষ মেলেনি
-
পল্লবী-বিদিশার পর কলকাতায় মিললো অভিনেত্রী মঞ্জুষার ঝুলন্ত লাশ
-
১০০ ঘণ্টায় শেষ হল হার্ড-ডেপ মামলার সাক্ষ্যগ্রহণ
-
মার্শে দ্যু ফিল্মে কাদের সিনেমা যায়, কীভাবে যায়
-
বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
-
মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রার সঙ্গে শিরোনামহীনের কনসার্ট পেছাল
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’