প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য বলিউডে চলচ্চিত্র নির্মাণের হার গত কয়েক বছর ধরেই বেশ বাড়ছে। ইরটিক থ্রিলার ধাঁচের সিনেমাগুলো দর্শকপ্রিয়তাও পাচ্ছে। এবার বলিউড পেতে যাচ্ছে যৌনতানির্ভর হাস্যরসাত্মক সিনেমার একটি নতুন ঘরানা পর্ন-কমেডি।
Published : 16 Dec 2015, 05:55 PM
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, ৪০টি পর্নগ্রাফিক সাইটে মুক্তি দেয়া হবে সেক্স-কমেডি ‘ক্যায়া কূল হ্যায় হাম থ্রি'র ট্রেইলার। আর এই সিনেমাটিই পর্ন-কম ধারার প্রবর্তন করবে।
সূত্র বলছে, পর্নহাব, ইউপর্ন এবং ভারতীয় পর্ন সাইট কিরতুর মতো ৪০টি সাইটে প্রকাশিত হবে ট্রেইলারটি।
২২ জানুয়ারি ভারতে মুক্তি পাবে ‘ক্যায়া কূল হ্যায় হাম থ্রি’। একতা কাপুর প্রযোজিত এই সিনেমাটি নির্মাণ করেছেন উমেশ হেগড়ে। 'ক্যায়া কুল হ্যায় হাম' সিরিজের তৃতীয় পর্বে অভিনয় করেছেন তুষার কাপুর, আফতাব শিবদাসানি এবং 'বিগ বস নউ'-এর আলোচিত প্রতিযোগী মান্দানা কারিমি। এই সিনেমাটির পরই মুক্তি পাবে সানি লিওনি অভিনীত আরেকটি সেক্স-কমেডি 'মাস্তিজাদে'।