এক সময়ের ছিপছিপে শাবনূর এখন আর আগের মতো নেই। তবে সেই মিষ্টি হাসি আজও অমলিন। দীর্ঘদিনের কাজের জায়গা বিএফডিসিতে আবারও আসতে শুরু করেছেন। তার সেই প্রাণবন্ত হাসি আবারও বন্দি হচ্ছে ক্যামেরার ফ্রেমে।
Published : 16 Dec 2015, 05:38 PM
সংসারী হয়েছেন, সন্তানের মা হয়েছেন। স্বাভাবিকভাবেই চলচ্চিত্রের সঙ্গে তৈরি হয়েছে দূরত্ব। তাই বড় পর্দায় এখনও ফিরতে চান না। আগে ফেরাতে চান দৈহিক গড়ন।
মাস দুয়েক আগে ‘পাগল মানুষ’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছেন শাবনূর। আবার চলে যান অস্ট্রেলিয়ায় । একমাত্র সন্তান আইজানসহ দেশে ফিরেই ১৫ ডিসেম্বর বিএফডিসির নয় নম্বর ফ্লোরে এক বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নেন। কাজেই বড় পর্দায় না হলেও ছোট পর্দায় খুব শিগগিরই শাবনূরের দেখা পাবেন দর্শক।
অনেক নতুন ছবিতেই অভিনয়ের ব্যাপারে কথা হচ্ছে বলে জানালেন। আরো বললেন, কাজের ক্ষেত্রে বরাবরই বেশ খুঁতখুঁতে ছিলেন, এখনও আছেন। দৈহিক গড়ন ঠিক করার পর কোন ছবিগুলোতে কাজ করবেন তা নিয়েই ভাবছেন এখন।
ছবি: আবদুল মান্নান দীপ্ত।