২০১৫ সালটা ভালোই গেছে বিদ্যা সিনহা সাহা মিমের। বছর শেষে মুক্তি পাওয়া 'ব্ল্যাক' সিনেমাটি তার জন্য অনেকগুলো নতুন দরজা খুলে দিয়েছে। গ্লিটজের সঙ্গে আলাপ করলেন ক্যারিয়ারে নতুন সম্ভাবনা নিয়ে।
Published : 16 Dec 2015, 12:52 PM
‘ব্ল্যাক’- এর পর আরো একটি যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করেছেন, সেটা সম্পর্কে কিছু বলুন।
সিনেমাটির এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তাই এখনই কিছু বলতে চাচ্ছি না। নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কিছু বললে তখনই আমি মুখ খুলতে পারবো।
সম্প্রতি বলিউডকে না বলেছেন বলে শোনা যাচ্ছে, কিন্তু কেন?
আমাকে ভিশেষ ফিল্মসের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়। তখন আমি তাদের সঙ্গে সরাসরি আলোচনা করি। তারা আমাকে ‘জিসম টু’র মতো সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেয়, কিন্তু এতটা খোলামেলা চরিত্রে অভিনয় করতে আমি রাজি হইনি। তাই না করে দিয়েছি।
নতুন বছরে তো আপনার দুটো সিনেমা মুক্তি পাচ্ছে, 'গুড মর্নিং লন্ডন' এবং 'সুইটহার্ট'। সিনেমা দুটি নিয়ে কিছু বলুন।
ভালোবাসা দিবসকে সামনে রেখে ১২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘সুইটহার্ট’। এটি একটি নিখাঁদ প্রেমের সিনেমা। তবে নায়কের নাম এখনই বলতে চাচ্ছি না। তার পরের মাসেই সম্ভবত মুক্তি পাবে ‘গুড মর্নিং লন্ডন’। এই সিনেমাটির সম্পূর্ণ শুটিং লন্ডনে হয়েছে।
‘ব্ল্যাক’ থেকে কেমন সাড়া পাচ্ছেন?
খুবই ভালো সাড়া পাচ্ছি। বেশিরভাগ সিনেমাহলগুলো হাউজফুল চলছে বলে শুনেছি।
শোনা যাচ্ছে, ‘ব্ল্যাক’- এর সিকুয়াল আসছে?
‘ব্ল্যাক’ সবেমাত্র মুক্তি পেয়েছে। এখনই এর কোনো সিকুয়ালের কথা আমাদের বলা হয়নি। আসলে সিনেমাটি দুই বাংলাতেই এতো ভালো সাড়া পাচ্ছে যে অনেকেই ভাবছে এর সিকুয়াল হবে। কিন্তু এমন কোনো সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।
পশ্চিমবঙ্গ থেকে কেমন সাড়া পেলেন?
পশ্চিমবঙ্গের দর্শক আমাকে ভালোভাবেই গ্রহণ করেছে, অনেকেই আমার অভিনয়ের প্রশংসা করছে।
আমি কখনোই শাকিব খানের উপর রেগে নেই। আমাদের একসঙ্গে অনেকবার কাজ করার কথা ছিল, কিন্তু তা শেষ পর্যন্ত হয়নি। ব্যক্তিগতভাবে আমার তার উপর কোনো ক্ষোভ নেই। কার পাশে কাকে বেশি মানাবে তা পরিচালক ভালো বুঝবেন, হয়ত এ কারণেই তার সঙ্গে আমার কাজ করা হয়নি। তবে এটা সম্পূর্ণ পেশাগত ব্যাপার, এখানে রাগ-ক্ষোভের কিছু নেই।
তাহলে কি আপনি ভবিষ্যতে শাকিব খানের সঙ্গে কাজ করবেন?
যদি কোনো দিন আমাদের একসঙ্গে কাজ করার সুযোগ হয়, তাহলে অবশ্যই করবো। আমার কোনো আপত্তি নেই।
নাটকে কি এখন কাজ করছেন?
না, এখন পুরোটা সময় সিনেমাকেই দিচ্ছি।
'ব্ল্যাক': যৌথ প্রযোজনার খোলসে ভারতীয় সিনেমা 'ব্ল্যাক' দুদেশেরই সিনেমা: মিম
ছবি: ফেইসবুক।