টালিগঞ্জ বাঁচাতে মূখ্যমন্ত্রীর কাছে তারকারা

এক সময় পশ্চিমবঙ্গে প্রেক্ষাগৃহের সংখ্যা ছিল হাজারের বেশি। এখন সে সংখ্যা নেমে এসেছে চারশতে। প্রেক্ষাগৃহের সংখ্যা বাড়ালে ভারতীয় বাংলা চলচ্চিত্রের উত্তরণ সম্ভব বলে মনে করেন টালিগঞ্জের প্রথম সারির তারকারা। আর তাই তারা দারস্থ হয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

গ্লিটজ ডেস্কআইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Sept 2015, 11:56 AM
Updated : 4 Sept 2015, 11:56 AM

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বন্ধ সিনেমা হল চালু এবং আরও মাল্টিপ্লেক্স তৈরির আবেদন জানান জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে চলচ্চিত্র ব্যক্তিত্বদের একটি দল।

প্রসেনজিৎ-এর দলে ছিলেন অভিনেতা দেব, যিশু সেনগুপ্ত, নির্মাতা গৌতম ঘোষ ও সৃজিত মুখোপাধ্যায়।

প্রসেনজিৎ-এর মতে, বাংলা সিনেমাকে বেশি দর্শকের কাছে পৌছে দিতে আরও মাল্টিপ্লেক্স তৈরি করা এবং প্রদশর্নীর সময়সূচি পুর্ননির্ধারণ করা দরকার।

তিনি জানালেন, “বাংলা চলচ্চিত্রের উন্নয়নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। তিনি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন।”

গৌতম ঘোষ বলেন, “অন্ধ্র এবং তামিলনাড়ু সিনেমার বাজার ধরে নিয়েছে। অন্ধ্রে ২৫০০ হল আছে। বাংলায় ১১০০ থেকে বন্ধ হতে হতে এখন ৪০০টি। বাংলা চলচ্চিত্র নিয়ে প্রসেনজিৎ রিপোর্ট তৈরি করছেন। তা মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে।”

সাম্প্রতিক সময়ে মাত্র ১২টি বাংলা সিনেমা হিট হয়েছে বলে জানান দেব। আইএমডিবির হিসাবে এ বছর মুক্তি পেয়েছে ৫৫টি ভারতীয় বাংলা সিনেমা।