পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে প্রেম বহুদিন আগেই চুকে বুকে গেছে বলে দাবি অভিনেত্রী পায়েল সরকারের। তাই এখন খুঁজছেন নতুন প্রেমিক। তবে শর্ত প্রযোজ্য - তাকে হতে হবে অবশ্যই চলচ্চিত্র জগতের বাইরের মানুষ।
Published : 28 Aug 2015, 03:35 PM
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে পায়েল বলেন, “একজন শিক্ষিত সুপুরুষের খোঁজ দিন না। ইন্ডাস্ট্রির বাইরে কেউ আছে? প্রেমে পড়ার মানুষ খুঁজছি।”
ফিল্মি দুনিয়ার বাইরের মানুষ কেন খুঁজছেন তারও ব্যাখ্যা দিলেন।
“কাজ কাজের জায়গায়। ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে সেটা মিশিয়ে ফেলা ঠিক না।”
‘প্রেম আমার’, ‘লে ছক্কা’ পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে ক্যারিয়ারের শুরুতে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন পায়েল। বললেন, “একজন নায়িকাহিসেবে আমি কখনোই চাইবো না আমাকে রাজ চক্রবর্তীর গার্লফ্রেন্ড হিসেবে লোকে জানুক। সম্পর্ক ছিল। ব্রেক আপ হয়েছে।”
‘বোঝেনা সে বোঝেনা’র পর আবারও আবীর চট্টোপাধ্যায়ের বিপরীতে পায়েলকে দেখা যাবে ‘যমের রাজা দিল বর’ সিনেমায়। রোমান্টিক-কমেডি ধাঁচের সিনেমাটিতে পায়েল ঘোর পুরুষবিদ্বেষী এবং নারীবাদী এক লেখকের চরিত্রে অভিনয় করেছেন। সিনেমাটি মুক্তি পাচ্ছে ৪ সেপ্টেম্বর।