১৩ বছর পর প্রসেনজিৎ-ঋতুপর্ণা
গ্লিটজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Aug 2015 04:18 PM BdST Updated: 14 Aug 2015 04:18 PM BdST
সুদীর্ঘ ১৩ বছর পর পর্দায় আবির্ভূত হতে যাচ্ছেন এক সময়ের জনপ্রিয় জুটি প্রসেনজিৎ ও ঋতুপর্ণা সেনগুপ্ত।
পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে প্রসেনজিৎ বলেন, “এক ধারায় ছবি করতাম। তারপর নিজেকে বদলে ফেললাম। এমন সব ছবি যেখানে নায়িকা ইম্পর্ট্যান্ট নয়। ‘অটোগ্রাফ’, ‘২২শে শ্রাবণ’, ‘জাতিস্মর’। নিজেকে বদলাতে বদলাতে নিয়ে গিয়েছি। ঋতুর সঙ্গে কাজ করবো ভেবেই রেখেছিলাম। তবে বারবার মনে হতো, সেটা এমন কিছু ইম্পর্ট্যান্ট কাজ হতে হবে যা দর্শকদের দীর্ঘ প্রতীক্ষাকে সম্মান জানানোর উপযুক্ত।”
ঋতুপর্ণারও একই রকম বক্তব্য - “আমি এগ্রি করি। আমিও বারবার নিজেকে বলেছি জুটি ফেরত আসতে হলে বিশাল স্কেলে কিছু ভাবতে হবে।”
তাদের জুটি বাঁধার সুযোগ করে দিচ্ছেন নির্মাতা জুটি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। সিনেমার নাম ‘প্রাক্তন’।
পরিচালক শিবু জানান, ‘প্রাক্তন’ প্রেমিক-প্রেমিকার আচমকা দেখা হওয়া এবং তাদের সম্পর্ক নতুন করে ফেরত আসার গল্প নিয়ে ক্যামেরার সামনে দাড়াবেন তারা।
সিনেমার পরিচালক জুটি সদ্য অভিষিক্ত হয়েছেন রূপালি পর্দায়। তাদের পরিচালিত প্রথম সিনেমা ‘বেলাশেষে’ প্রদর্শনীর শততম দিন পার করেছে চার দিন আগে।
শিবু বলেন, “আমার সিনেমায় সবসময় শিল্পীদের কামব্যাক হয়েছে। সোহিনী বলুন। সৌমিত্রদা-স্বাতীলেখা জুড়িই বলুন। এমনকী নাইজেল। সে দিক থেকে...”
প্রসেনজিৎ বলেন, “এটা একটা জুটির জীবনে ফেরা।”
নিজেদের পর্দা রসায়ন নিয়ে ভীষণ আত্মবিশ্বাসী প্রসেনজিৎ, “কেমিস্ট্রিটাই এমন যে, পনেরো বছর কথা না বললেও পাশে দাঁড়ালেই এমন এক্সপ্রেশন দেব যে তিরিশটা ছবি একসঙ্গে করছে এ রকম পেয়ারও ধুয়ে যাবে।”
প্রসেনজিৎ-ঋতুপর্ণা অভিনীতি প্রথম সিনেমা ‘নাগপঞ্চমী’ মুক্তি পায় ১৯৯৪ সালে। ঋতুপর্ণার হিসেব অনুযায়ী একসঙ্গে ৫২টা সিনেমায় অভিনয় করেছেন তারা। এই জুটির সর্বশেষ সিনেমা ‘প্রতিহিংসা’ মুক্তি পায় ২০০২ সালের পুজা মৌসুমে। সিনেমাটিতে অভিনয় করেছিলেন বাংলাদেশি অভিনেতা ফেরদৌস আহমেদ।
সর্বাধিক পঠিত
- বদলি করা হল চট্টগ্রামের মানবিক পুলিশ ইউনিটের শওকতকে
- ইংল্যান্ড বাদ, ড্র করলেই ফাইনালে ভারত
- মেসির সিদ্ধান্তকে স্বাগত জানাব: মাসচেরানো
- পৃথ্বী ১৫২ বলে ২২৭, রেকর্ডের ছড়াছড়ি
- পদ্মায় রেল সংযোগ: চীনা ঠিকাদারের কথা উড়িয়ে দিলেন রেলমন্ত্রী
- দেশে ফিরে হুইল চেয়ারে চড়ে গাড়িতে উঠলেন ফখরুল
- ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাকের কারাগারে মৃত্যু
- স্পিন স্বর্গে ২ দিনেই ইংল্যান্ডকে হারাল ভারত
- সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জনের মৃত্যু
- ছক্কার রেকর্ডে রোহিতকে ছাড়িয়ে গাপটিল