সুন্দরবনে ফের দেখা গেল ‘বাংলার বাঘ’
মুস্তাফিজ মামুন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2022 10:37 PM BdST Updated: 02 Apr 2022 10:37 PM BdST
-
ছবি: ফরিদী নুমান
-
ছবি: ফরিদী নুমান
-
ছবি: ফরিদী নুমান
কেওড়া পাতার ফাঁকে হলুদ প্রাণিটি দেখে বিস্ময়ে ‘থ’ হয়ে যাওয়ার ঘোর কেটেছে বাঘ… বাঘ… চিৎকারে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সুন্দরবনে আবারও দেখা মিলেছে বেঙ্গল টাইগারের।
বিশ্বের সবচেয়ে বড় এই ম্যানগ্রোভ বনের কটকা অভয়ারণ্য এলাকার খালের পাশে একটি গাছের ডালে আয়েশ করে বসে থাকা বাঘটির দেখা পেয়েছেন একদল আলোকচিত্রী।
সাতজনের এই দলটি গত বুধবার সুন্দরবনের পূর্ব বনবিভাগের শরণেখোলা রেঞ্জে ছবি তুলতে যান। পরদিন ট্রলারে ঘুরতে বেরিয়ে খারাপ আবহাওয়ার কারণে গন্তব্য থেকে খানিকটা সরে গিয়েছিলেন।
ঢেউয়ের তোড় থেকে বাঁচতে নিরাপদ একটি খালে ঢুকে পড়ার পর পাখির ছবি তোলার কথা ভাবছিলেন সবাই। গাছের ডালে নজর বুলিয়ে এগুতে গিয়ে হঠাৎ দৃষ্টি আটকে যায় ডোরাকাটা দাগে।
এ দলেরই সদস্য বন্যপ্রাণি আলোকচিত্রী ফরিদী নুমান শুক্রবার নিজের তোলা বাঘের একটি ছবি ফেইসবুকে পোস্ট করে তুলে ধরেছেন বিরল সে অভিজ্ঞতা।
তিনি লিখেছেন, “সুন্দরবনে কটকা’র সমুদ্রের মোহনায় ঢেউয়ের তোড় না থাকলে বোট নিয়ে এই খালটিতে আমাদের ঢুকতে হতো না। কটকা অফিস পাড়াতেই বিকেলে নামার পরিকল্পনা ছিল।

ছবি: ফরিদী নুমান
প্রথম একটি শাখা খালে ঢুকেই এই আলোকচিত্রী দেখা পেয়ে যান ‘খয়রাপাখ মাছরাঙা’ বা ‘বাদামি মাছরাঙা’র যার ইংরেজি নাম ‘ব্রাউন-উইংড কিংফিশার’।
পেয়েছেন ‘সাত সহেলি’ বা ‘স্মল মিনিভেট’, ‘ক্ষুদে কাঠঠোকরা’ বা ‘স্পেকলেড পিকুলেট’ ছাড়াও আরও কিছু ছোট পাখি। খানিক পরে আরেকটি খাল ছেড়েই দেখতে পান রয়েল বেঙ্গল টাইগার।
“শাখা-খালটি থেকে বেরিয়ে বাঁয়ের আরেকটি খালে ঢোকার চেষ্টা করলাম, পানি কম থাকায় সেখান থেকেও বেরিয়ে এসে ডানদিকে কিছুদূর এগোনোর পর কেওড়া পাতার ফাঁকে গাঢ় হলুদ বাঘটিকে দেখতে পাই।
“প্রথম কয়েক সেকেন্ড নিজেকে বিশ্বাস করতে পারছিলাম না। সত্যিই কি বাঘ দেখছি? একটু পরেই মো. তানজির এইচ রুবেল চিৎকার করে উঠলেন, বাঘ... বাঘ... বাঘ।”

ছবি: ফরিদী নুমান
“খালের পাড়ে বেশিরভাগই কেওড়া গাছ। মাঝে পানিতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা একটা বাইন গাছের ওপর খুব আয়েশি ভঙ্গিতে ছিল আহ্লাদি এক রাজকুমার, আমাদের প্রিয় বেঙ্গল টাইগার, বাংলার বাঘ।”
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যার শিক্ষক ড. মনিরুল এইচ খান জানিয়েছেন বাঘটি বয়সে তরুণ। এই অধ্যাপকের পিএইচডি থিসিসের বিষয় ছিল সুন্দরবনের বাঘের জীবন ও পরিবেশ।
এর আগে ১২ মার্চ সুন্দরবনে পরিবার নিয়ে বেড়াতে গিয়ে কটকা অভয়ারণ্য এলাকার ছিটা কটকার খালে এক সঙ্গে চারটি বাঘের দেখা পেয়েছিলেন একদল চিকিৎসক।
সুন্দরবনে একসঙ্গে ৪ বাঘ দেখার গল্প শোনালেন নিয়াজ
দুই সপ্তাহের মধ্যেই খুব কাছ থেকে বাঘের দেখা পাওয়ায় সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে গেল কি না, এমন প্রশ্ন ছিল বাঘ নিয়ে দীর্ঘ সময় গবেষণা করা অধ্যাপক মনিরুল এইচ খানের কাছে।
তিনি বলেন, “ব্যাপারটি সেরকম নয়, একটি বিশেষ এলাকায় কয়েকটি বাঘ দেখে এমন ধারণা পোষণ করা ঠিক হবে না। কারণ ভারতের সুন্দরবনে টাইগার সাইটিং এলাকাগুলোতে অনেক বাঘ দেখা যায়,
“তার মানে সেখানে বাঘ বেড়ে গেছে এটা বলা যাবে না। বাঘের সংখ্যা আসলেই বেড়েছে কি না বৈজ্ঞানিক পদ্ধতিতে গণনা করেই তা জানা সম্ভব।”
-
‘বৃহত্তম কার্বন বিপর্যয়ের’ মুখে পড়তে পারে চট্টগ্রাম: গবেষণা
-
পাহাড় কেটে সাদামাটি আহরণে ধোবাউড়ায় ‘পরিবেশ বিপর্যয়’
-
সুন্দরবনে ফের দেখা গেল ‘বাংলার বাঘ’
-
জলবায়ু বদলে বাড়ছে শিলাবৃষ্টি, বড় হচ্ছে শিলা
-
বিশ্বে ‘সবচেয়ে দূষিত’ বাংলাদেশের বাতাস
-
সুন্দরবনে একসঙ্গে ৪ বাঘ দেখার গল্প শোনালেন নিয়াজ
-
বিপন্ন প্রাণী, পরিযায়ী পাখি হত্যায় শাস্তি বাড়ছে
-
‘ভয়ঙ্কর ভবিষ্যৎ এড়ানোর সময় পেরিয়ে যাচ্ছে’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- এগিয়ে আসছে রুশ বাহিনী, পূর্বাঞ্চল ছাড়তে পারে ইউক্রেইনীয় সেনারা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- টিভি সূচি (শনিবার, ২৮ মে ২০২২)
- অবিশ্বাস্য পথচলা শেষে শিরোপা হাসি রিয়ালেরই
- ‘৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
- ‘ব্যালন ডি’অর জিততে মেসি-রোনালদো হও, নয়তো চ্যাম্পিয়ন্স লিগ জেতো’
- ইউক্রেইনের ‘শত্রু’ তালিকায় উঠল কিসিঞ্জারের নাম
- রিয়াল-লিভারপুলের ব্রাজিলিয়ানদের লড়াইয়ে রোমাঞ্চিত পেলে