‘জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশকে প্রযুক্তি সহায়তাও দিতে হবে’

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজনমূলক কার্যক্রম চালাতে দুর্বল ও ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক সহায়তার পাশাপাশি অগ্রাধিকারভিত্তিতে প্রযুক্তি সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2021, 03:41 PM
Updated : 25 July 2021, 03:41 PM

রোববার লন্ডনে অনুষ্ঠিত সিওপি-২৬ প্রেসিডেন্সির 'দ্য জুলাই মিনিস্টিরিয়াল' এর উদ্বোধনী ও পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্যে তিনি এসব কথা বলেছেন বলে মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা দীপংকর বর জানিয়েছেন।

মন্ত্রী পর্যায়ের এই বৈঠকে পরিবেশমন্ত্রী বলেন, "জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অভিযোজন সম্পর্কিত বৈশ্বিক লক্ষ্য অর্জনের জন্য দীর্ঘমেয়াদী এবং পর্যাপ্ত আর্থিক সহায়তা একটি পূর্বশর্ত।

“অগ্রাধিকার ভিত্তিতে অভিযোজন কর্মকাণ্ড কার্যকরভাবে বাস্তবায়ন করার জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলিকে প্রযুক্তিগত এবং আর্থিক উভয় সহায়তা সরবরাহ করা দরকার।"

তিনি বলেন, "অভিযোজন এবং সহিষ্ণুতা ক্ষমতা বাড়িয়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবের ঝুঁকি হ্রাস করার লক্ষ্যে বাংলাদেশ ন্যাশনাল এডাপটেশন প্লান (এনএপি) গঠন প্রক্রিয়াধীন রয়েছে। তবে ন্যাপ বাস্তবায়নের জন্য সম্পদের সীমাবদ্ধতা সম্পর্কে আমরা সচেতন। অভিযোজনের জন্য পর্যাপ্ত এবং কার্যকর সহায়তা প্রয়োজন।"

সিওপি-২৬ প্রেসিডেন্ট অলোক শর্মা অধিবেশনটিতে সভাপতিত্ব করেন।

এতে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিনসহ বিভিন্ন দেশের মন্ত্রী এবং প্রতিনিধি অংশ নেন।