ফটো স্টোরি: মহামারীকালে এক বিকালে তুরাগ বিহারে

করোনাভাইরাস মহামারীর এই সময় নাভিঃশ্বাস ওঠা ঘরবন্দি দিন পেরিয়ে এখন রাজধানী থেকে দূরে যেতে না পারলেও মাঝে-মধ্যেই মানুষ ছুটে যাচ্ছে প্রকৃতির কাছে। বর্ষায় প্রকৃতিও এখন একটু বেশি সবুজ, আর নদীও ভরা ভরা। মিরপুর বেড়িবাঁধ ধরে এগোতে এগোতে দেখা গেল নদী; আর দেখা গেল মানুষের ‘নিউ নরমাল’ অর্থ্যাৎ ‘নতুন স্বাভাবিক’ বিকাল।

আইরিন সুলতানাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 August 2020, 03:54 AM
Updated : 9 August 2020, 08:04 AM