রাজধানীতে ১০ টন পলিথিন জব্দ, ৫ লাখ টাকা জরিমানা

রাজধানীর দুই কারখানা ও একটি গুদামে অভিযান চারিয়ে ১০ টন পলিথিন জব্দের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2019, 12:47 PM
Updated : 21 Oct 2019, 12:47 PM

সোমবার দুপুরে অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে পুরান ঢাকার চকবাজারের ওয়াটার ওয়ার্কস এলাকার দুইটি কারখানা ও একটি গুদামে অভিযান চালানো হয়।

উইংয়ের সহকারী পরিচালক সালমান চৌধুরী শাওন বলেন, অভিযানে আনুমানিক ১০ টন পলিথিন ও প্লাস্টিকের দানা জব্দ করা হয়। পরে কারখানা ও গুদামের মালিকদের কাছ থেকে পাঁচ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

পলিথিনের বিরূপ প্রতিক্রিয়ায় পরিবেশ ও প্রতিবেশের ‘মারাত্মক’ ক্ষতি হচ্ছে জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, ”ইতোমধ্যে পলিথিনের যথেচ্ছ ব্যবহারের ফলে ছোট-বড় শহরের অনেক নদীনালা, ড্রেন বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।”

নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই অভিযানে সহায়তা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মির্জা আসাদুল কিবরিয়া ও নমুনা সংগ্রহকারী রাসুল ইয়া বারী কামাল। অভিযানে পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।