নিষিদ্ধ পলিথিন উৎপাদন: ৫ কারখানাকে জরিমানা

রাজধানীর দুই এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদনের দায়ে পাঁচ কারখানাকে সোয়া ছয় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Oct 2019, 03:47 PM
Updated : 9 Oct 2019, 03:48 PM

বুধবার অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকছুদুল ইসলামের নেতৃত্বে লালবাগ ও চকবাজার এলাকায় এই অভিযান চলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাকছুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশ সংরক্ষণ আইনে পলিথিন উৎপাদন ও বাজারজাতকরণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও কারখানাগুলো আইন ভেঙে পলিথিন উৎপাদন করে আসছিল।

ফাইল ছবি

“এ কারণে কারখানাগুলোর পাঁচ মালিক আব্দুর রহিম, আব্দুর রহমান, মো. নজরুল, মো. শাহীন ও মো. খাইরুলকে এক লাখ ২৫ হাজার টাকা করে মোট ছয় লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

এছাড়া পাঁচ টন পলিথিন জব্দ করে কারখানাগুলো সিলগালা করা হয়েছে বলে জানান তিনি।

পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, ব্যবহার, বিপণন ও বাজারজাতকরণের ওপর ২০০২ সালে নিষেধাজ্ঞা জারি হয়।

নিষিদ্ধ হলেও বহুল ব্যবহারের কারণে শুধু রাজধানীতেই প্রতিদিন দুই কোটি পলিথিন জমছে। পরিবেশের জন্য ক্ষতিকর এই পলিথিনকে ঢাকার জলাবদ্ধতার জন্যও দায়ী করা হয়।

এ বছর প্রথম ছয় মাসে সারা দেশে ১২২টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২৬ টন পলিথিন জব্দের পাশাপাশি ৪৪ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।