পরিবেশ দূষণে ফতুল্লার ৭ কারখানাকে কোটি টাকার জরিমানা

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে পরিবেশ দূষণের দায়ে সাত কারখানাকে কয়েক কোটি টাকার জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2019, 04:27 PM
Updated : 26 Sept 2019, 04:27 PM

পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার পরিচালিত এই অভিযানে ফতুল্লা থানাধীন কারখানাগুলোকে মোট তিন কোটি ১৮ লাখ ৪৯ হাজার ১৩৫ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয় বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা সদরের উপপরিচালক ড.আব্দুল্লাহ আল মামুন।

অভিযান নিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশগত ছাড়পত্রবিহীন ও ইটিপি নির্মাণ না করে কারখানার উৎপাদন কার্যক্রম চালু রেখে কারখানা সৃষ্ট অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি পরিবেশে নির্গমন করার দায়ে রূপসী নীটওয়্যার লিমিটেডকে এক কোটি ৯৭ লাখ ৬৮ হাজার ৬শ ৪০ টাকা, মেসার্স ফজর আলী ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিংকে ৭০ লাখ ৩৩ হাজার ৪শ ৪০ টাকা, জি এম ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং প্রাইভেট লিমিটেডকে ২৪ লাখ ৪০ হাজার ৯৬ টাকা, বরকত ডাইং অ্যান্ড প্রিন্টিংকে দুই লাখ ৬১ হাজার ৪শ ৪০ টাকা, মেসার্স আল ফাত্তাহ টেক্সটাইলকে ১৯ লাখ ৫৫ হাজার ২শ ৭৯ টাকা, মেসার্স আল ফাত্তাহ ডাইংকে এক লাখ ৯০ হাজার ২শ ৪০ টাকা এবং পরিবেশগত ছাড়পত্রবিহীন ও পরিবেশগত বায়ু দূষণ রোধকল্পে সঠিক ব্যবস্থাপনা ব্যতীত কারখানার কার্যক্রম পরিচালনার মাধ্যমে বায়ু দূষণ সৃষ্টির দায়ে আল হাদিদ রি-রোলিং মিলসকে দুই লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়।