জোকারের ডায়েরি

হলিউডের ‘জোকার’ খ্যাত অভিনেতা হিথ লেজার মৃত্যুর আগে জোকারের চরিত্রে অভিনয় করার সময় একটি বিশেষ ডায়েরিতে লিখেছিলেন তার সেই দিনগুলোর অভিজ্ঞতার কথা। সম্প্রতি সেই ডায়েরিটি পাওয়া গেছে। খবর জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।

জেনিফার ডি প্যারিসবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 June 2013, 08:57 PM
Updated : 1 June 2013, 08:57 PM

‘দ্য নিউ ইয়র্ক ডেইলি’ জানিয়েছে, সম্প্রতি একটি জার্মান ডকুমেন্টারি সিরিজে প্রদর্শিত হয়েছে হিথের বিশেষ ডায়েরি; যেখানে তিনি তার চরিত্র ‘জোকার’-কে নিজের মতো করে বিশ্লেষণ করেছিলেন। ব্যাটম্যান সিরিজের শেষ সিনেমা ‘দ্য ডার্ক নাইট’-এর শুটিংয়ের সময় ডায়েরি লিখেছিলেন তিনি।

এ বিষয়ে প্রয়াত এই অভিনেতার বাবা বলেন, “চরিত্রটিকে নিজের মতো করে নেওয়ার জন্য হিথ বেশ কয়েক সপ্তাহ ধরে নিজেকে হোটেল রুমে আবদ্ধ রেখেছিলেন।”

জানা যায়, ডায়েরিতে হিথের লেখা পড়ে বোঝা গেছে জোকার চরিত্রটিতে অভিনয় করার জন্য তাকে ব্যাপক মানসিক চাপের মধ্যে থাকতে হয়েছিল।

‘জোকার’ চরিত্রে চিরস্মরণীয় অভিনয় করে হিথ অস্কার পুরস্কার পেয়েছিলেন।

কিন্তু ২০০৮ সালে অতিমাত্রায় ওষুধ সেবনের কারণে মাত্র ২৮ বছর বয়সে মারা যান হিথ লেজার।