রঙিন হল পুরনো সিনেমা

ইরা ডি কস্তাবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2013, 08:29 PM
Updated : 30 May 2013, 08:29 PM

‘মুঘলে আজম’ সিনেমার পর এবার ডিজিটাল পদ্ধতিতে রঙিন করা হল ১৯৫৬ সালের সাদা-কালো মিউজিকাল সিনেমা ‘চোরি চোরি’, ১৯৬২ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল তেরা দিওয়ানা’ এবং ‘হাফ টিকিটি’। নতুন প্রজন্মের রুচির বিষয়টি মাথায় রেখেই এ উদ্যোগ নিয়েছে আল্ট্রা স্টুডিও। খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিসের।

আল্ট্রা স্টুডিওর উদ্যোগে রঙিন করা সিনেমাগুলো আল্ট্রা ডিভিডিতে পাওয়া যাচ্ছে। আল্ট্রা গ্রুপের প্রধান ব্যবস্থাপনা পরিচালক বলেন, “আল্ট্রা স্টুডিও এরই মধ্যে প্রায় দেড়শ’ সিনেমা সংগ্রহ করেছে এবং সেগুলোর মধ্যে বাছাইকৃত কয়েকটি সিনেমা রঙিন করার কাজ করে যাচ্ছে।”

‘চোরি চোরি’ ষাটের দশকের জনপ্রিয় একটি রোমান্টিক কমেডি সিনেমা। সিনেমাটিতে অভিনয় করেছেন রাজ কাপুর এবং নার্গিস। অন্য দিকে ‘হাফ টিকিট’ সিনেমাটিতে জুটি বেঁধেছিলেন কিশোর কুমার এবং মধুবালা। ‘দিল তেরা দিওয়ানা’ কমেডি সিনেমাটিতে ছিলেন শাম্মি কাপুর, মালা সিনহা, মেহমুদ, প্রাণ এবং ওম প্রকাশ।